Ishan Kishan: ভারতীয় ক্রিকেটের পিনআপ বয় কিন্তু পা মাটিতেই, ঠাকুমাকে পায়ে হাত দিয়ে প্রণাম, ভাইরাল ভিডিও

Last Updated:

আইপিএল খেলে কোটি কোটি টাকা আয়, ভারতীয় দলেও খেলছেন, তবুও ভারতীয় সংস্কৃতি ভোলেননি৷

#রাঁচি: রাঁচিতে রবিবার ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় ওয়ান ডে রাঁচিতে খেলা হল৷ প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে ভারতের জয়ের ফলে সিরিজ এখন ১-১৷ ম্যাচে ঘরের ছেলে ইশান কিষাণ ক্রিকেট ফ্যানদের মধ্যে পৌঁছে যান৷ তিনি ফ্যানদের সঙ্গে সেলফি তোলান৷ তাঁদের দেদার অটোগ্রাফও দেন৷ সঙ্গে তিনি পরিচিতদের সঙ্গেও বিন্দাস ঢঙে দেখা করেন৷ তাঁদের পা ছুঁয়ে প্রণামও করেন৷ তাঁদের আশীর্বাদও নেন৷
বিসিসিআই লোকাল স্টার ইশান কিষাণ ও শার্দুল ঠাকুরের ফ্যানদের সঙ্গে মেলামেশার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন৷ ফ্যানরা সকলেই প্রশংসা করছেন৷ ভিডিওটির ব্যাপক লাইক হচ্ছে৷
দেখে নিন ভাইরাল ভিডিও (Viral Video)
advertisement
advertisement
ইশান এখন সোশ্যাল মিডিয়ায় দারুণ ট্রেন্ডিং রয়েছে৷
advertisement
ইশান কিষাণের সঙ্গে এক বর্ষীয়ান মহিলার ছবি দেখা যাচ্ছে তিনি সম্ভবত পিনআপ বয়ের ঠাকুমা৷ তিনি বলছেন, ‘‘আমি বলেছিলাম না যখব জোরদার শট খেলে আমার ঘরের কাঁচ ভেঙে যাবে৷ আজ তুমি এমনটাই করেছ৷ ইশান তাঁর হ্যাঁ তে হ্যাঁ বলেন৷ তিনি সেই ভদ্রমহিলাকে বলেন ‘‘ঠাকুমা বাড়ির খাবার কবে খাবেন৷’’ তাতে তিনি বলেন ‘‘কখন আসছ?’’
advertisement
ফ্যানরা শার্দুল ঠাকুরকে বিশেষ উপহার দেন
ইশান ঘরে এলে কখনও খালি হাতে ফেরেন না৷ মাঠে দেখা যায় শার্দুল ঠাকুরের নামেও কাগজ নাড়ছেন ফ্যানরা৷ সেখানে লেখা ছিল শার্দুল ঠাকুর ৫৪৷ এতে ইশান কিষাণ বলেন , ‘‘দেখো এখানে শুধু আমিই ভালবাসা পাই না এখানের ক্রিকেটের ফ্যান সকলকেই খুব ভালবাসা দেন৷’’
মানুষরা এখানে ভালবাসা দেন৷ ইশান কিষাণ বলেন বিশেষ নোট শার্দুল ঠাকুরকে দেন৷ তিনিও ফ্যানদের ধন্যবাদ দেন৷ তাঁদের দেওয়া নোট দিয়ে ছবি তোলেন৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Ishan Kishan: ভারতীয় ক্রিকেটের পিনআপ বয় কিন্তু পা মাটিতেই, ঠাকুমাকে পায়ে হাত দিয়ে প্রণাম, ভাইরাল ভিডিও
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement