Ishan Kishan: ভারতীয় ক্রিকেটের পিনআপ বয় কিন্তু পা মাটিতেই, ঠাকুমাকে পায়ে হাত দিয়ে প্রণাম, ভাইরাল ভিডিও
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
আইপিএল খেলে কোটি কোটি টাকা আয়, ভারতীয় দলেও খেলছেন, তবুও ভারতীয় সংস্কৃতি ভোলেননি৷
#রাঁচি: রাঁচিতে রবিবার ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় ওয়ান ডে রাঁচিতে খেলা হল৷ প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে ভারতের জয়ের ফলে সিরিজ এখন ১-১৷ ম্যাচে ঘরের ছেলে ইশান কিষাণ ক্রিকেট ফ্যানদের মধ্যে পৌঁছে যান৷ তিনি ফ্যানদের সঙ্গে সেলফি তোলান৷ তাঁদের দেদার অটোগ্রাফও দেন৷ সঙ্গে তিনি পরিচিতদের সঙ্গেও বিন্দাস ঢঙে দেখা করেন৷ তাঁদের পা ছুঁয়ে প্রণামও করেন৷ তাঁদের আশীর্বাদও নেন৷
বিসিসিআই লোকাল স্টার ইশান কিষাণ ও শার্দুল ঠাকুরের ফ্যানদের সঙ্গে মেলামেশার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন৷ ফ্যানরা সকলেই প্রশংসা করছেন৷ ভিডিওটির ব্যাপক লাইক হচ্ছে৷
দেখে নিন ভাইরাল ভিডিও (Viral Video)
advertisement
Fan interactions with local lad @ishankishan51 👏👏
P.S. - Also, Ishan delivers a special fan note to @imShard ☺️👌 #TeamIndia | #INDvSA pic.twitter.com/6DWYVmNohh — BCCI (@BCCI) October 9, 2022
advertisement
ইশান এখন সোশ্যাল মিডিয়ায় দারুণ ট্রেন্ডিং রয়েছে৷
ADORABLE😭 Shubman Gill and Ishan Kishan recreate the Vedha-Shatak pose from Vikram Vedha ❤ pic.twitter.com/6NYsRtmeyy
— 𝙋𝙞𝙮𝙪𝙨𝙝 (@piyushizhere14) October 9, 2022
advertisement
ইশান কিষাণের সঙ্গে এক বর্ষীয়ান মহিলার ছবি দেখা যাচ্ছে তিনি সম্ভবত পিনআপ বয়ের ঠাকুমা৷ তিনি বলছেন, ‘‘আমি বলেছিলাম না যখব জোরদার শট খেলে আমার ঘরের কাঁচ ভেঙে যাবে৷ আজ তুমি এমনটাই করেছ৷ ইশান তাঁর হ্যাঁ তে হ্যাঁ বলেন৷ তিনি সেই ভদ্রমহিলাকে বলেন ‘‘ঠাকুমা বাড়ির খাবার কবে খাবেন৷’’ তাতে তিনি বলেন ‘‘কখন আসছ?’’
advertisement
ফ্যানরা শার্দুল ঠাকুরকে বিশেষ উপহার দেন
ইশান ঘরে এলে কখনও খালি হাতে ফেরেন না৷ মাঠে দেখা যায় শার্দুল ঠাকুরের নামেও কাগজ নাড়ছেন ফ্যানরা৷ সেখানে লেখা ছিল শার্দুল ঠাকুর ৫৪৷ এতে ইশান কিষাণ বলেন , ‘‘দেখো এখানে শুধু আমিই ভালবাসা পাই না এখানের ক্রিকেটের ফ্যান সকলকেই খুব ভালবাসা দেন৷’’
মানুষরা এখানে ভালবাসা দেন৷ ইশান কিষাণ বলেন বিশেষ নোট শার্দুল ঠাকুরকে দেন৷ তিনিও ফ্যানদের ধন্যবাদ দেন৷ তাঁদের দেওয়া নোট দিয়ে ছবি তোলেন৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 10, 2022 9:53 AM IST