পাখির মতো উড়ে ক্যাচ লিটন দাসের, হা করে তাকিয়ে থাকলেন বিরাট কোহলি

Last Updated:

Litton Das Stunning catch: অসাধারণ ক্যাচ ধরলেন বাংলাদেশের অধিনায়ক। লিটন দাস চমকে দিলেন সবাইকে।

#মিরপুর: অস্ট্রেলিয়ায় টি২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন। সেই ম্যাচের পর বাংলাদেশের অধিনায়ক লিটন দাসকে নিজের ব্যাট উপহার দিয়েছিলেন বিরাট কোহলি। লিটন দাস আরও একবার শিরোনামে।
রবিবার বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম ওডিআই খেলতে নেমেছে ভারতীয় দল। আর সেই ম্যাচে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়কের অবিশ্বাস্য ক্যাচ নিলেন লিটন দাস। মাত্র ৯ রান করে প্যাভিলিয়নে ফিরতে হল ভারতের অন্যতম সেরা ব্যাটারকে। কোহলি এদিন যেন নিজের চোখ দুটোকেই বিশ্বাস করতে পারছিলেন না! আউট হওয়ার পরও বেশ কিছুক্ষণ লিটনের দিকে তাকিয়ে ছিলেন। তার পর বাইশ গজ ছাড়েন।
advertisement
মিরপুর স্টেডিয়ামে এদিন টসে জিতে ভারতীয় দলকে প্রথমে ব্যাট করতে পাঠান বাংলাদেশের অধিনায়ক। ১১ ওভারের মাথায় রোহিত শর্মা ও বিরাট কোহলির জুটি ভাঙেন বাংলাদেশের নির্ভরযোগ্য বোলার শাকিব আল হাসান। দ্বিতীয় বলে ভারতীয় দলের অধিনায়ককে ক্লিন বোল্ড করেন শাকিব।
advertisement
advertisement
সেই ধাক্কা সামলে ওঠার আগে ফের আঘাত। চতুর্থ বলটা একটু ঝুলিয়ে করেছিলেন শাকিব। বল ঠিকমতো বুঝতে না পেরে শট খেলে ফেলেন কোহলি। একস্ট্রা কভারের ফাঁক গলিয়ে বল ঠেলে দিতে চেয়েছিলেন তিনি। কিন্তু সবাইকে অবাক করে বাজপাখির মতো ছো মেরে বল তালুবন্দি করেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস।
advertisement
ধারাভাষ্যকাররাও লিটনের এমন ক্যাচ দেখে অবাক হয়ে যান। উল্লেখ্য, বাংলাদেশের বিরুদ্ধে বড় স্কোর দাঁড় করাতে পারেনি টিম ইন্ডিয়া। ১৮৬ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। কে এল রাহুল ৭৩ রান করেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ৪ উইকেট হারিয়ে ৯৬। ২৩.৫ ওভারে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
পাখির মতো উড়ে ক্যাচ লিটন দাসের, হা করে তাকিয়ে থাকলেন বিরাট কোহলি
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement