হোম /খবর /খেলা /
আর্জেন্টিনার জার্সিতে মেসির হ্যাটট্রিক, ১০০ গোল করে নতুন রেকর্ড ম্যাজিশিয়ানের

Messi: আর্জেন্টিনার জার্সিতে মেসির হ্যাটট্রিক, ১০০ গোল করে নতুন রেকর্ড ম্যাজিশিয়ানের

আর্জেন্টিনার হয়ে মেসি ম্যাজিক চলছেই

আর্জেন্টিনার হয়ে মেসি ম্যাজিক চলছেই

  • Share this:

রোজারিও: লিওনেল মেসি কোথায় থামবেন কেউ জানে না। বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার জার্সিতে আর দেখা যাবে না এমন সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু যেভাবে এগিয়ে চলেছেন তাতে আমেরিকার মাটিতে ২০২৬ বিশ্বকাপে তিনি খেলবেন সেটা মোটামুটি নিশ্চিত করে নেওয়া যায়। দুদিন আগেই পানামার বিরুদ্ধে দুর্দান্ত গোল করেছিলেন মেসি। এবার আর্জেন্টাইন ম্যাজিশিয়ানের দাপটে উড়ে গেল কুরাসাও।

হোক সেটা কোনও অখ্যাত এক দল। তবুও ম্যাচটা আন্তর্জাতিক। ফিফা উইনডোতে বিশ্বজয়ী আর্জেন্টিনা প্রীতি ম্যাচ খেলতে নেমেছিল কুরাসাওর বিপক্ষে। স্বাভাবিকভাবেই ধরে নেয়া হয়েছিল, এই ম্যাচে গোল উৎসবে মাতবেন বিশ্বজয়ীরা। বুধবার ভোরে ঘরের মাঠ স্টাডিও এল মনুমেন্টালে পূর্ব ধারনা অনুসারে কুরাসাওকে গোল বন্যায় ভাসিয়েছে আর্জেন্টিনা।

লিওনেল মেসির দুর্দান্ত হ্যাটট্রিকে কুরুসাওয়াকে ৭-০ গোলে উড়িয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচের ২০তম মিনিটে মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। এর ৩ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন নিকোলাস গঞ্জালেস। ৩৩তম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন মেসি। ৩৫তম মিনিটে গোল করেন কাতার বিশ্বকাপে সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হওয়া এনজো ফার্নান্দেজ।

আর ৩৭তম মিনিটে গোল করে হ্যাটট্রিক পূরণ করে ফেলেন আর্জেন্টাইন দলপতি। বিরতির আগেই ৫-০ গোলে এগিয়ে। বিরতির পর আরো দুটি গোল পায় আর্জেন্টিনা। ৭৮তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন আনহেল দি মারিয়া। আর ম্যাচ শেষ হওয়ার আগমুহূর্তে দলের ৭ নম্বর ও শেষ গোলটি করেন নাহুয়েল মন্টিয়েল।

প্রথম গোলটির মধ্যে দিয়েই আর্জেন্টিনার জার্সিতে গোলের সেঞ্চুরি পূরণ হয় মেসির। পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো (১২২) ও ইরানের আলী দাইয়ের (১০৯) পর তৃতীয় ব্যক্তি হিসেবে ১০০ আন্তর্জাতিক গোলের মালিক হলেন মেসি। একদিন আগেই পেলে এবং মারাদোনার পাশে জীবদ্দশায় মেসির মূর্তি স্থাপন করা হয়েছে মিউজিয়ামে। দেশের মাটিতে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন আর্জেন্টাইন সমর্থকরা। আর মাঠে লিওনেল মেসির জাদুগিরি অব্যাহত।

Published by:Rohan roychowdhury
First published:

Tags: Argentina National Football team, Lionel Messi