অধরা বিশ্বজয়ের লক্ষ্যে মেসি, বিশ্বকাপের দল ঘোষণা করল আর্জেন্টিনা

Last Updated:

২০ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ফিফা কাতাপ বিশ্বকাপ ২০২২। বিশ্ব ফুটবলের মহাযজ্ঞকে ঘিরে উত্তেজনায় ফুটছে গোটা বিশ্ব। এবার দল ঘোষণা করল আর্জেন্টিনা।

#কাতার: ব্রাজিল, জার্মানি, স্পেন, বেলজিয়াম আগেই ঘোষণা করে দিয়েছিল তাদের বিশ্বকাপের স্কোয়াড। লিওনেল মেসির আর্জেন্টিনা কখন দল ঘোষণা করবে সেই অপেক্ষাতেই ছিল বিশ্ব জুড়ে নীল-সাদা সমর্থকরা। অবশেষে কাতার বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল আর্জেন্টিনার ফুটবল সংস্থা।
লিওনেল স্কালোনির দলে তেমন কোনও চমক না থাকলেও শঙ্কা ছিল দলের কিছু প্লেয়ারের চোট নিয়ে। বিশেষ করে পাওলো দিবালা ও অ্যা‍ঞ্জেল ডি মারিয়া চোট কিছুটা চিন্তায় রেখেছিল সমর্থকদের। তবে দুই তারকাকে রেখেই ঘোষণা করা হয়েছে আর্জেন্টিনার স্কোয়াড।
২২ নভেম্বর সৌদি আরবের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা। পরের দুই ম্যাচে মেসির দেশ যথাক্রমে মাঠে নামবে ২৬ নভেম্ব মেক্সিকোর বিরুদ্ধে ও ৩০ নভেম্বর পোল্যান্ডের বিপক্ষে।
advertisement
advertisement
ফিফা বিশ্বকাপ ২০২২-এ আর্জেন্টিনা স্কোয়াড-
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুল্লি, ফ্রাঙ্কো আরমানি।
advertisement
ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, জার্মান পেজেলা, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস অ্যাকুনা, নিকোলাস ট্যাগলিয়াফিকো, জুয়ান ফয়েথ।
মিডফিল্ডার: রদ্রিগো ডিপল, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, গুইডো রদ্রিগেজ, আলেজান্দ্রো গোমেজ, এনজো ফার্নান্দেজ, এক্সকুয়েল প্যালাসিওস।
ফরোয়ার্ড: অ্যাঞ্জেল ডি মারিয়া, লাউতারো মার্তিনেজ, জুলিয়ান আলভারেজ, পাওলো দিবালা, নিকোলাস গঞ্জালেজ, জোয়াকিন কোরেয়া, লিওনেল মেসি।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
অধরা বিশ্বজয়ের লক্ষ্যে মেসি, বিশ্বকাপের দল ঘোষণা করল আর্জেন্টিনা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement