মেসিকে খুনের হুমকি, স্ত্রীর দোকানে চলল এলোপাথারি গুলি, হতবাক ক্রীড়াবিশ্ব
- Published by:Sudip Paul
Last Updated:
Lionel Messi gets Death Threat: বিশ্বকাপ জিতে ইতিহাস রচনা করেছেন লিওনেল মেসি। সদ্য পেয়েছেন ফিফা দ্যা বেস্ট অ্যাওয়ার্ডে সেরা খেলোয়ারের পুরস্কারও। তাঁর বাঁ পায়ের জাদুতে এখনও মুগ্ধ গোটা বিশ্ব। আর সেই মেসিই পেলেন প্রাণনাশের হুমকি।
রোজারিও: বিশ্বকাপ জিতে ইতিহাস রচনা করেছেন লিওনেল মেসি। সদ্য পেয়েছেন ফিফা দ্যা বেস্ট অ্যাওয়ার্ডে সেরা খেলোয়ারের পুরস্কারও। তাঁর বাঁ পায়ের জাদুতে এখনও মুগ্ধ গোটা বিশ্ব। আর সেই মেসিকেই কিনা নিজের ফুটবল কেরিয়ারের সিদ্ধান্ত নিয়ে পেতে হল প্রাণনাশের হুমকি। তাও আবার অন্য কোথাও নয়। হুমকি পেলেন নিজের শহর আর্জেন্টিনার রোজারিওতে। শুধু খুনের হুমকি চিঠিই নয়, মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর সুপার মার্কেট লক্ষ্য করে চালানো হয় গুলি।

রোজারিওতে মেসির বাড়ি রয়েছে সেই কথা সকলেরই জানা। সঙ্গে রয়েছে তাঁর স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর পারিবারিক ব্যবসা। ফুটবল জীবনে ব্যস্ততার মাঝে সময় পেলেই সেখানে সময় কাটাতে যান মেসি ও তাঁর পরিবার। বৃহস্পতিবার ভোর রাতে হঠাৎই একদল দুষ্কৃতী বাইকে করে এসে মেসির স্ত্রীর দোকান লক্ষ্য করে গুলি এলোপাথারি গুলি চালায়। মোট ১৪ রাউন্ড গুলি চালানো হয়েছে বলে জানা গিয়েছে। সঙ্গে মেসিকে দেওয়া হয়েছে প্রাণনাশের হুমকি চিঠি।
advertisement
advertisement

এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ভোররাত হওয়ায় দোকা বা আশপাশে কেউ ছিল না তাই কোনও হতাহতের খবর নেই। মেসিকে যে হুিমকি চিঠি দেওয়া হয়েছে তাতে লেখা রয়েছে, “মেসি, তোমার জন্য আমরা অপেক্ষা করছি। জাভকিন একজন মাদকচক্রী, ও তোমায় বাঁচাতে পারবে না।” জাভকিন হলেন রোজারিও মেয়র। পরে জাভকিন নিজে ঘটনাস্খল পরিদর্শনে যান। কে বা কারা এই হামলার পেছনে যুক্ত তা জানতে তদন্ত শুরু করেছে পুলিস।
advertisement
কিন্তু মেসির স্ত্রীর দোকান লক্ষ্য করে কেন হঠাৎ গুলি চালানো হল, কেন মেসিকে প্রাণনাশের হুমকি দেওয়া হল, তার কারণ নিয়ে তৈরি হয়েছে জল্পনা। তবে অনেকেই মনে করছেন মেসি নিজের ফুটবল কেরিয়ার যেন রোজারিও ক্লাবে শেষ করেন সেই কারণেই এই হুমকি চিঠি ও হামলা। কারণ পিএসজি-তে মেসি থাকবেন কিনা তা নিয়ে এখনও নিশ্চিৎভাবে কিছু জানা যায়নি। মেসি নিজেও বলেছিলেন ছোট বেলার ক্লাব রোজারিও নিউওয়েলস ওল্ড বয়েজে খেলতে পারেন। সেই কারণেই এই হামলা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এই বিষয়ে মেসি ও তাঁর পরিবারের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 03, 2023 10:31 AM IST