Lionel Messi: মেসিকে আটক করা হল চিনের বিমানবন্দরে! আর্জেন্টাইন তারকাকে অযথা হেনস্থা

Last Updated:
মেসিকে গ্রেফতার করল চিনা পুলিশ!
মেসিকে গ্রেফতার করল চিনা পুলিশ!
বেজিং: লিওনেল মেসিকে নাকি চিনতে পারেনি চিনের বর্ডার পুলিশ বাহিনী! তাই তাকে আটক করা হয় বেজিং বিমানবন্দরে। শুনে কি ভাবছেন মিথ্যা কথা? একেবারেই নয়। সম্পূর্ণ সত্যি ঘটনা। এমনটাই ঘটেছে গত শনিবার রাতে। আসবেন না কাঁদবেন সেটা আপনার ব্যাপার। মেসি একটি বড় যুদ্ধে তার জাতির প্রতিনিধিত্ব করতে চিনে যাওয়ার সময় চিন সীমান্ত পুলিশ বিমানবন্দরে তাকে আটক করে।
মেসির ভিসা বিলম্বিত হয়েছিল কারণ তিনি তার আর্জেন্টিনার পাসপোর্টের পরিবর্তে তার স্প্যানিশ পাসপোর্ট ব্যবহার করছিলেন, যেখানে চিনা ভিসা ছিল না। সমস্যা সমাধানের পর মেসি বিমানবন্দর ত্যাগ করেন, যা প্রায় ৩০ মিনিট সময় নেয়। এর মধ্যে মেসি অনেকবার তাদের বোঝানোর চেষ্টা করেন। সোশ্যাল মিডিয়ায়, অনেক পুলিশ অফিসার আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ককে তার পাসপোর্ট ধরে থাকা এবং সতীর্থদের সাথে চ্যাট করার সময় তাকে থামানোর একটি ভিডিও ভাইরাল হয়েছিল।
advertisement
advertisement
advertisement
স্থানীয় মিডিয়ার মতে, মেসি আসার সময় সমস্যায় পড়েছিলেন কারণ তিনি তার আর্জেন্টিনার পাসপোর্টের পরিবর্তে তার স্প্যানিশ পাসপোর্ট ব্যবহার করেছিলেন। পরিস্থিতি স্থির হওয়ার আগে এবং তাকে থামানোর প্রায় 30 মিনিট পরে প্রবেশ ভিসা দেওয়া হয়, লিওনেল মেসির আর্জেন্টিনার পাসপোর্ট না থাকায় বিমানবন্দরের নিরাপত্তা কর্তৃপক্ষ বিভ্রান্ত হয়ে পড়ে।
আর্জেন্টিনা জাতীয় দল ১৫ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে। ১৯ জুন ইন্দোনেশিয়ার সাথে খেলতে যাওয়ার আগে। লিওনেল মেসি জুলাই মাসে তার নতুন ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার আগে কিছু সময় ছুটি নেবেন। তবে মেসিকে আটকানোর এই ঘটনায় চিনের নিন্দায় মুখর হয়ে উঠেছে গোটা পৃথিবী। পৃথিবীর সেরা ফুটবলার গিয়েছে তাদের দেশে। কোথায় তাদের কৃতজ্ঞ থাকার কথা! সেটা না করে তারা নিয়ম দেখাচ্ছেন। চিন কি না পারে?
বাংলা খবর/ খবর/খেলা/
Lionel Messi: মেসিকে আটক করা হল চিনের বিমানবন্দরে! আর্জেন্টাইন তারকাকে অযথা হেনস্থা
Next Article
advertisement
Burdwan News: চেক জাল করে বর্ধমান পুরসভার দেড় কোটি গায়েব, শেষে পুলিশের জালে কে?
চেক জাল করে বর্ধমান পুরসভার দেড় কোটি গায়েব, শেষে পুলিশের জালে কে?
  • চেকের মাধ্যমে বর্ধমান পৌরসভার অ্যাকাউন্ট থেকে প্রায় দেড় কোটি টাকা উধাও হয়ে যাওয়ার ঘটনায় বিরাট মোড়। এই ঘটনায় পুরসভারই হিসাব রক্ষক সমীররঞ্জন মুখোপাধ্যায়কে গ্রেফতার করল মহারাষ্ট্র পুলিশ। 

VIEW MORE
advertisement
advertisement