মৃত্যুর মুখ থেকে ফিরে এসেও শেষ রক্ষা করতে পারলেন না ‘লিটল মাস্টার’
Last Updated:
মৃত্যুর মুখ থেকে ফিরে এসেও খুব বেশিক্ষণ স্থায়ী হলেন না পাকিস্তানের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান হানিফ মহম্মদ ৷
#করাচি: মারা গিয়েও বেঁচে উঠেছিলেন ! এই খবর ছড়িয়ে পড়ার পর বিশাল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ক্রিকেট বিশ্বের সর্বত্র ৷ কিন্তু মৃত্যুর মুখ থেকে ফিরে এসেও খুব বেশিক্ষণ স্থায়ী হলেন না পাকিস্তানের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান হানিফ মহম্মদ ৷ বৃহস্পতিবার করাচির হাসপাতালেই মারা গেলেন তিনি ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ক্যানসার আক্রান্ত এই ক্রিকেটারকে মাসখানেক আগে করাচির হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ভেন্টিলেশনে থাকাকালীন ররিবার থেকেই তাঁর অবস্থার আরও অবনতি হতে শুরু করে। এদিন দীর্ঘ ৬ মিনিটের জন্য তাঁর হৃদযন্ত্র একেবারে স্তব্ধ হয়ে যায়। ডাক্তারও ধরেই নিয়েছিলেন তিনি মারাই গিয়েছেন ৷ সেইমতো খবরও ছড়িয়ে পড়ে ৷ কিন্তু হঠাৎই ফের হৃদস্পন্দন চালু হয়ে যায় হানিফের ৷ হাসপাতালে উপস্থিত ছিলেন ছেলে শোয়েব মহম্মদও ৷ তিনিও সংবাদমাধ্যমকে জানান যে বাবা বেঁচে রয়েছেন ৷ তবে সেই আনন্দ ছিল ক্ষণস্থায়ী ৷ কারণ তার অল্প কিছুক্ষণের মধ্যেই প্রয়াত হন সচিন, গাভাস্করের পাশাপাশি বিশ্ব ক্রিকেটের অন্যতম ‘লিটল মাস্টার ’ হানিফ মহম্মদ ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 11, 2016 11:11 PM IST