লা লিগায় 'গোলন্দাজ' লেওনডস্কি, দেবের সিনেমার পোস্টার দিয়ে মন জিতে নিল বিদেশী লিগ

Last Updated:

দেব অভিনীত গোলন্দাজ ছবির পোস্টারটি আমাদের সকলেরই চেনা। পরনে পাঞ্জাবি, গায়ে শাল। দু-হাত মুড়ে দাঁড়িয়ে রয়েছেন। এবার একই আদলে রবার্ট লেওনডস্কির ছবি শেয়ার করল লা লিগা।

কলকাতা: দেব অভিনীত গোলন্দাজ ছবির পোস্টারটি আমাদের সকলেরই চেনা। পরনে পাঞ্জাবি, গায়ে শাল। দু-হাত মুড়ে দাঁড়িয়ে রয়েছেন। ‘গোলন্দাজ’ ছবিতে কিংবদন্তি ফুটবলার নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর ভূমিকায় দেখা গিয়েছিল দেবকে। সেই ছবি ঝড় তুলেছিল বক্স অফিসে। নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর ভূমিকায় সুপার স্টার দেবের স্কিল, নেতৃত্ব দানের ক্ষমতা, দলের সেরা ম্যাচ উইনার হওয়া মন জয় করে নিয়েছিল সিনে প্রেমিদের। এবার দেবের ছবির সেই ছলক দেখা গলক বিশ্বের অন্যতম ফুটবল লিগ লা লিগাতেও।
লা লিগার তরফ থেকে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। যেখানে দেবের গোলন্দাজ সিনেমার মতই পাঞ্জাবি পড়ে শাল গায়ে দিয়ে একটি ছবি শেয়ার করা হয়েছে। শুধু মুখের জায়গায় বার্সেলোনা ও পোল্যান্ডের তারকা স্ট্রাইকার রবার্ট লেওনডস্কি। আসলে লা লিগার সর্বোচ্চ স্কোরার লেওনডস্কিকে এই রূপে তুলে ধরা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, এখনও পর্যন্ত লা লিগার সর্বোচ্চ গোল স্কোরার। ২১ ম্যাচে এখনও পর্যন্ত ১৫টি গোল করে ফেলেছেন লেওনডস্কি। যেই ছবি নেট দুনিয়ায় ঝড় তুলেছে।
advertisement
View this post on Instagram

A post shared by LaLiga (@laliga)

advertisement
advertisement
সদ্য এল ক্লাসিকোও জিতেছে বার্সেলোনা। বার্সার হয়ে দুরন্ত ফর্মে রয়েছেন লেওনডস্কি। ভারতেও লা লিগার প্রচুর দর্শক রয়েছে। ভারতীয় অনুরাগীদের জন্য দেবের ছবি গোলন্দাজ-এর পোস্টার লেওনডস্কির মুখ বসিয়ে শেয়ার করেছে লা লিগা। হঠাৎ করে এই ছবি দেখলে বোঝার কোনও উপায় নেই। ছবিতে ভারতীয় পোশাকে বেশ মানিয়েছে পোলিশ তারকা স্ট্রাইকারকে। মেসি, রোনাল্ডো, নেইমারের পর ভারতে লেওনডস্কিরও যথেষ্ট ফ্যান রয়েছে। গোলন্দাজ অবতারে তাকে দেখতে পেয়ে খুশি বাংলার ফুটবল ফ্যানেরা।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
লা লিগায় 'গোলন্দাজ' লেওনডস্কি, দেবের সিনেমার পোস্টার দিয়ে মন জিতে নিল বিদেশী লিগ
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement