হোম /খবর /খেলা /
লা লিগায় 'গোলন্দাজ' লেওনডস্কি, দেবের সিনেমার পোস্টার দিয়ে মন জিতে নিল বিদেশী লিগ

লা লিগায় 'গোলন্দাজ' লেওনডস্কি, দেবের সিনেমার পোস্টার দিয়ে মন জিতে নিল বিদেশী লিগ

দেব অভিনীত গোলন্দাজ ছবির পোস্টারটি আমাদের সকলেরই চেনা। পরনে পাঞ্জাবি, গায়ে শাল। দু-হাত মুড়ে দাঁড়িয়ে রয়েছেন। এবার একই আদলে রবার্ট লেওনডস্কির ছবি শেয়ার করল লা লিগা।

  • Share this:

কলকাতা: দেব অভিনীত গোলন্দাজ ছবির পোস্টারটি আমাদের সকলেরই চেনা। পরনে পাঞ্জাবি, গায়ে শাল। দু-হাত মুড়ে দাঁড়িয়ে রয়েছেন। ‘গোলন্দাজ’ ছবিতে কিংবদন্তি ফুটবলার নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর ভূমিকায় দেখা গিয়েছিল দেবকে। সেই ছবি ঝড় তুলেছিল বক্স অফিসে। নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর ভূমিকায় সুপার স্টার দেবের স্কিল, নেতৃত্ব দানের ক্ষমতা, দলের সেরা ম্যাচ উইনার হওয়া মন জয় করে নিয়েছিল সিনে প্রেমিদের। এবার দেবের ছবির সেই ছলক দেখা গলক বিশ্বের অন্যতম ফুটবল লিগ লা লিগাতেও।

লা লিগার তরফ থেকে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। যেখানে দেবের গোলন্দাজ সিনেমার মতই পাঞ্জাবি পড়ে শাল গায়ে দিয়ে একটি ছবি শেয়ার করা হয়েছে। শুধু মুখের জায়গায় বার্সেলোনা ও পোল্যান্ডের তারকা স্ট্রাইকার রবার্ট লেওনডস্কি। আসলে লা লিগার সর্বোচ্চ স্কোরার লেওনডস্কিকে এই রূপে তুলে ধরা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, এখনও পর্যন্ত লা লিগার সর্বোচ্চ গোল স্কোরার। ২১ ম্যাচে এখনও পর্যন্ত ১৫টি গোল করে ফেলেছেন লেওনডস্কি। যেই ছবি নেট দুনিয়ায় ঝড় তুলেছে।

View this post on Instagram

A post shared by LaLiga (@laliga)

আরও পড়ুনঃ Viral News: গোলকিপারের স্ত্রী-র সঙ্গে মিলন স্ট্রাইকারের! হাতেনাতে পড়েছিলেন ধরা, তারপর কী হয়েছিল

সদ্য এল ক্লাসিকোও জিতেছে বার্সেলোনা। বার্সার হয়ে দুরন্ত ফর্মে রয়েছেন লেওনডস্কি। ভারতেও লা লিগার প্রচুর দর্শক রয়েছে। ভারতীয় অনুরাগীদের জন্য দেবের ছবি গোলন্দাজ-এর পোস্টার লেওনডস্কির মুখ বসিয়ে শেয়ার করেছে লা লিগা। হঠাৎ করে এই ছবি দেখলে বোঝার কোনও উপায় নেই। ছবিতে ভারতীয় পোশাকে বেশ মানিয়েছে পোলিশ তারকা স্ট্রাইকারকে। মেসি, রোনাল্ডো, নেইমারের পর ভারতে লেওনডস্কিরও যথেষ্ট ফ্যান রয়েছে। গোলন্দাজ অবতারে তাকে দেখতে পেয়ে খুশি বাংলার ফুটবল ফ্যানেরা।

Published by:Sudip Paul
First published:

Tags: Actor Dev, Dev, La Liga, Robert Lewandowski