কুম্বলে না শাস্ত্রী ? কোচ হওয়ার দৌড়ে কার পাল্লা ভারী ?

Last Updated:

ভারতীয় দলের হেড কোচ কে হবেন ? এই নিয়ে প্রায় এক মাসেরও বেশি সময় ধরে চলছে নানা জল্পনা ৷

#ধরমশালা:  ভারতীয় দলের হেড কোচ কে হবেন ? এই নিয়ে প্রায় এক মাসেরও বেশি সময় ধরে চলছে নানা জল্পনা ৷ কোচের পদে প্রথমে ৫৭টি বায়োডেটা জমা পড়লেও সেখান থেকে কাটছাঁট করে শেষপর্যন্ত তা দাঁড়ায় ২১টি-তে ৷ কিন্তু ইন্টারভিউ পর্বে সেখান থেকে মেরেকেটে মাত্র ৮-১০-এ এসে দাঁড়ায় ৷ কারণ ভারতীয় ক্রিকেটের হেড কোচের পদে এখন মূল লড়াইটা এসে দাঁড়িয়েছে কুম্বলে এবং শাস্ত্রীর মধ্যে ৷ মঙ্গলবার অবধিও যে রেসে অনেকটাই এগিয়ে ছিলেন কুম্বলে ৷ কিন্তু বুধবারের পর আবার দাঁড়িপাল্লার লড়াইয়ে সমান-সমান শাস্ত্রী এবং কুম্বলে ৷
হঠাৎ কী এমন ঘটল যে আবার কোচ হওয়ার দৌড়ে এগিয়ে গেলেন রবি শাস্ত্রী ? ওয়াকিবহল মহলের ধারণা এব্যাপারে ভারতীয় টেস্ট দলের অধিনায়ক কোহলি ভূমিকা গুরুত্বপূ্র্ণ ৷ সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ভিভিএস লক্ষ্মণের ভোট তাঁদের একসময়ের সতীর্থ কুম্বলের দিকে গেলেও মনে করা হচ্ছে কোহলির ভোট শাস্ত্রীর দিকেই ঝুঁকে ৷ আর এব্যাপারে তাঁকে মেঘের আড়াল থেকে সমর্থন করছেন সচিন তেন্ডুলকর ৷
advertisement
আজ বিকেল পাঁচটায় ধরমশালার বোর্ড মিটিংয়েই ঠিক হয়ে যাবে ভারতের হেড কোচের নাম ৷ এখানে গুরুত্বপূর্ণ ভূমিকাটা নিতে চলেছেন অবশ্যই বিরাট কোহলি ৷ কারণ তাঁর কথাই কোচ বাছাইয়ের ক্ষেত্রে শেষ কথা হতে চলেছে বলে মনে করছেন বোর্ডের একাংশ ৷ আবার এমনটাও হতে পারে, শাস্ত্রী বা কুম্বলে কেউই কোচ হলেন না, টম মুডির মতো কোনও বিদেশিকেই কোচ হিসেবে বেছে নেওয়া হল ৷
advertisement
বাংলা খবর/ খবর/খেলা/
কুম্বলে না শাস্ত্রী ? কোচ হওয়ার দৌড়ে কার পাল্লা ভারী ?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement