চ্যাম্পিয়ন্স ট্রফিতে দীর্ঘ দিন পর ভারতীয় দলে ফিরছেন তারকা প্লেয়ার! ভেলকি দেখবে প্রতিপক্ষ!

Last Updated:

ICC Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতীয় ক্রিকেট প্রেমিদের জন্য সুখবর। দীর্ঘ দিন চোটের কারণে বাইরে থাকার পর অবশেষে অনুশীলনে ফিরলেন টিম ইন্ডিয়ার চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব।

News18
News18
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর। দীর্ঘদিন চোটের কারণে বাইরে থাকার পর অবশেষে অনুশীলনে ফিরলেন টিম ইন্ডিয়ার চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ও একদিনের সিরিজ খেলবে ভারতীয় দল। টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা হলেও ওডিআই সিরিজের দল এখনও ঘোষণা হয়নি। একদিনের সিরিজে দলে ফেরার লক্ষ্যে নেটে চেনা মেজাজে পাওয়া গেল কুলদীপ যাদবকে।
বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের সময় কুলদীপ কুঁচকিতে চোট পেয়েছিলেন। তারপর থেকেই তিনি খেলার বাইরে ছিলেন। এবার নেটে বোলিং করার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। ভিডিও শেয়ার করার পাশাপাশি একটি উল্লেখযোগ্য ক্যাপশনও দিয়েছেন কুলদীপ যাদব। ক্যাপশনে ভারতীয় স্পিনার লিখেছেন, “লকড ইন”। তিনি যে প্রস্তুত কামব্যাকের জন্য সেটাই বুঝিয়েছেন এই ভিডিওর মাধ্যমে।
advertisement
advertisement
advertisement
প্রসঙ্গত, চোট থেকে ফেরার পর বাঁ হাতি রিস্ট স্পিনার শীঘ্রই ফিটনেস পরীক্ষা দেবেন। একইসঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলারও কথা রয়েছে। সেই প্রস্তুতি ম্যাচ অগ্নিপরীক্ষা হতে চলেছে চায়নাম্যান স্পিনারের কাছে। ২০২৩ সালে ভারতের একদিনের বিশ্বকাপ ফাইনালে ওঠার লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পেলে নিজের সেরাটা দিতে প্রস্তুত কুলদীপ।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
চ্যাম্পিয়ন্স ট্রফিতে দীর্ঘ দিন পর ভারতীয় দলে ফিরছেন তারকা প্লেয়ার! ভেলকি দেখবে প্রতিপক্ষ!
Next Article
advertisement
West Medinipur News Untold Story: ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
  • স্বাধীনতার পরেও এখানে চলেছে বিচার ব্যবস্থা তবে সেই ভবন আজ ধ্বংসপ্রাপ্ত।

  • এক কথায় প্রশাসনিক ক্ষেত্র গড়ে ওঠে এই প্রত্যন্ত গঞ্জ এলাকায়।

  • এখন কালের নিয়মে ও ব্যবহার্য এই আদালত ধ্বংসের পথে।

VIEW MORE
advertisement
advertisement