কুলদীপের রহস্যভেদ করলেন ইংরেজ পেসার
Last Updated:
এই সিরিজে সবারই নজর থাকবে চায়নাম্যান কুলদীপ যাদবের উপর ৷
#লন্ডন: টি২০, ওয়ান ডে-র পালা শেষ ৷ এবার আর কিছুদিন পরেই শুরু হতে চলেছে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ৷ চোটের জন্য প্রথম টেস্টেও খেলা হবে না ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহর ৷ অন্যদিকে ইংল্যান্ড শিবিরের জন্য ভাল খবর, চোট সারিয়ে টেস্ট সিরিজের জন্য তৈরি ইংল্যান্ড দলের তারকা এবং সবচেয়ে অভিজ্ঞ পেসার জিমি অ্যান্ডরসন ৷ ভারতের বিরুদ্ধে নামার জন্য মুখিয়ে রয়েছেন তিনি ৷
প্রায় ছ’সপ্তাহ মাঠের বাইরে তিনি ৷ শেষ ম্যাচ খেলেছেন পাকিস্তানের বিরুদ্ধে মে মাসে ৷ এবার ভারতের বিরুদ্ধে ম্যারাথন টেস্ট সিরিজের জন্য তৈরি ইংল্যান্ডের পেসার ৷ সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে অ্যান্ডারসন জানিয়েছেন, ‘‘ জিমে অনেক সময় কাটিয়েছি ৷ টেস্টের জন্য প্রস্তুতি ভালই হয়েছে ৷ গত দু’সপ্তাহ ধরে নেটেও অনেকক্ষণ বল করেছি ৷ টেস্ট সিরিজের জন্য সম্পূর্ণ ফিট আমি ৷ ’’
advertisement
এই সিরিজে সবারই নজর থাকবে চায়নাম্যান কুলদীপ যাদবের উপর ৷ ওয়ান ডে, টি২০-র মতো টেস্টেও সমান সফল হবেন কুলদীপ, বলেই মনে করছেন অধিকাংশ বিশেষজ্ঞরা ৷ অ্যান্ডারসন কিন্তু মনে করছেন কুলদীপের রহস্যভেদ করা সম্ভব ৷ অ্যান্ডারসন মনে করেন, ‘‘ কুলদীপকে সামলানোর সব চেয়ে বড় অস্ত্র হল ধৈর্য। টেস্টে সফল হতে গেলে অন্য গুণও থাকতে হবে। যেমন, কে কত তাড়াতাড়ি পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারছে, ধৈর্য ধরে খেলতে পারছে। যাদের দক্ষতা এবং ধৈর্য বেশি, তারাই সফল হবে। ’’
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 25, 2018 4:03 PM IST