IND vs SA: একের পর এক তারকা ব্যটাররা যেখানে ব্যর্থ! সেখানে ব্যাট হাতে বিরল নজির গড়লেন কুলদীপ

Last Updated:

IND vs SA 2nd Test: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান দুই ম্যাচের টেস্ট সিরিজে ভারতের ব্যাটিং ব্যর্থতার মাঝে অদ্ভুত এক রেকর্ড গড়েছেন কুলদীপ যাদব।

News18
News18
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান দুই ম্যাচের টেস্ট সিরিজে ভারতের ব্যাটিং ব্যর্থতার মাঝে অদ্ভুত এক রেকর্ড গড়েছেন কুলদীপ যাদব। সোমবার ভারতের ইনিংসে সবচেয়ে বেশি বল মোকাবিলা করেন এই বাঁ-হাতি স্পিনার—১৩৪টি। দলে একাধিক তারকা ব্যাটার থাকা সত্ত্বেও সবচেয়ে দীর্ঘ সময় ক্রিজে লড়ে যাওয়ার কৃতিত্বটি নিম্ন-ক্রমের বোলারের ঝুলিতে। ম্যাচের পরিস্থিতি ও পিচের চরিত্র বিবেচনায় এই পরিসংখ্যান আরও বিস্ময়কর, কারণ কুলদীপ নিজেই পিচটিকে ‘রোড’-এর সঙ্গে তুলনা করেছিলেন।
তবে ভারতের মূল সমস্যাটি ছিল ব্যাটিং ধসে। দ্বিতীয় দিনে ব্যাট হাতে ৯৩ রান করা এবং বল হাতে ৬/৪৮ নিয়ে বিধ্বংসী হয়ে ওঠা মার্কো জানসেনের সামনে ভারতের শীর্ষ ও মধ্যক্রম তাসের ঘরের মত ভেঙে পড়ল। ৯৫/১ পরিস্থিতি থেকে ১২২/৭ প্রমাণ করে বেপরোয়া শট নির্বাচন ও ম্যাচ পরিস্থিতির ভুল মূল্যায়ন। যশস্বী জয়সওয়ালের ৫৮ রানের ইনিংস ছাড়া আর কোনো নামী ব্যাটার বড় স্কোর সংগ্রহ করতে পারেননি। কেএল রাহুল, সাই সুদর্শন, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, নিতীশ রেড্ডি—একজনও বড় স্কোর করতে পারেননি।
advertisement
এই ব্যাটিং ভরাডুবির মাঝেও ভারতের ভরসার জায়গা হয়ে ওঠেন ওয়াশিংটন সুন্দর ও কুলদীপ যাদব। অষ্টম উইকেটে দু’জন মিলে প্রায় ৩৫ ওভারে ৬২ রানের জুটি গড়ে দলের লজ্জা কিছুটা কমান। সুন্দর ৪৮ রানে আউট হওয়ার পরই ভারতের শেষ প্রতিরোধ ভেঙে যায় এবং নতুন বল নেওয়ার অল্পক্ষণ পর কুলদীপও ফিরলে ভারতের ইনিংস ২০১ রানে অলআউট হয়ে যায়।
advertisement
advertisement
ফলে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসেই পেয়ে যায় বিশাল ২৮৮ রানের লিড, যা তাদের সিরিজ ২-০ ব্যবধানে জয়ের পথে অনেকটাই এগিয়ে দিয়েছে। ম্যাচের অবশিষ্ট সময়ে ভারতকে এখন হারের হাত থেকে বাঁচাতে লড়াই করতে হবে। বর্তমান পরিস্থিতিতে একটি ড্র-ও ভারতের জন্য মর্যাদার সমান সান্ত্বনা বয়ে আনবে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs SA: একের পর এক তারকা ব্যটাররা যেখানে ব্যর্থ! সেখানে ব্যাট হাতে বিরল নজির গড়লেন কুলদীপ
Next Article
advertisement
Cyclone Senyar Update: উত্তর-পশ্চিমে ক্রমশ এগোচ্ছে নিম্নচাপ, বুধবারের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে! বাংলায় এর কী প্রভাব পড়তে পারে, জেনে নিন
উত্তর-পশ্চিমে ক্রমশ এগোচ্ছে নিম্নচাপ, বুধবারের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে !
  • ক্রমশ উত্তর-পশ্চিমে এগোচ্ছে নিম্নচাপ !

  • বুধবারের মধ্যে ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়?

  • জেনে নিন বঙ্গে এর কী প্রভাব পড়তে পারে

VIEW MORE
advertisement
advertisement