শ্রীলঙ্কায় ভারতীয় দলের সঙ্গে সফররত ক্রুনাল পান্ডিয়ার করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। আজ, মঙ্গলবার, ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টি-২০ ম্যাচ বাতিল করা হয়েছে। দলের বাকি সদস্যদের রিপোর্ট পজিটিভ এলে বুধবার ম্যাচ হবে। দলের বাকি সদস্যদের রিপোর্ট না আসা পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কা, দুই দলের ক্রিকেটারদের আইসোলেশনে থাকতে হবে। বুধ ও বৃহস্পতিবার পর পর দুদিনে দুটি ম্যাচ আয়োজিত হতে পারে। তবে সবই নির্ভর করছে বাকিদের রিপোর্টের উপর। পৃথ্বী শ এবং সূর্যকুমার যাদবের শ্রীলঙ্কা সফর শেষ হলেই ইংল্যান্ডে কোহলির দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল। তবে ক্রুনালের করোনা পজিটিভ হওয়ায় পৃথ্বী ও সূর্যের ইংল্য়ান্ড সফর বাতিল হতে পারে। এদিকে, ভারতীয় ক্রিকেটারদের শ্রীলঙ্কা থেকে দেশে ফিরতেও দেরি হতে পারে।
Published by:Suman Majumder
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।