জন্মদাত্রী নন, তবে তিনিও মা, বিশেষ সম্মান প্রদান মাদার্স ডে উপলক্ষ্যে
- Published by:Pooja Basu
Last Updated:
আন্তর্জাতিক মাতৃ দিবসকে সম্পূর্ণ ভিন্নভাবে উদযাপন করল আমরি হাসপাতাল
#কলকাতা: মাতৃ দিবস (Mother’s Day) উদযাপন প্রথম শুরু হয় আমেরিকায়। ১৯০০ সাল থেকে। অবশ্য নানা দেশের পুরাণেও উল্লেখ রয়েছে এই বিশেষ দিনটির। আনা জার্ভিস নামের এক মহিলা তাঁর মাকে সম্মান জানাতে এই দিনে গির্জায় বিশেষ প্রার্থনা করেছিলেন। এরপর ১৯২৪ সালে তৎকালীন প্রেসিডেন্ট উড্রো উইলসন দিনটিকে মাতৃ দিবস হিসেবে স্বীকৃতি দেন। এখান থেকেই বিশ্বজুড়ে এই বিশেষ দিনের উদযাপন শুরু হয়। বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলতে এই বিশেষ দিন উদযাপনে আগ্রহ অনেকটাই বেড়েছে।
আর এই আন্তর্জাতিক মাতৃ দিবসকে সম্পূর্ণ ভিন্নভাবে উদযাপন করল আমরি হাসপাতাল। শনিবার আমরি হাসপাতালের মুকুন্দপুরে বাংলার খেলাধুলার জগতের বিভিন্ন কৃতীদের মায়েদের সম্মান প্রদর্শন করা হয় । ভারতের জাতীয় ফুটবল দলের সদ্য জায়গা পাওয়া আইএসএলে ইস্টবেঙ্গলের হয়ে দুর্দান্ত পারফর্ম করা হীরা মণ্ডল-এর মা বাসন্তী মন্ডল, ফুটবলার মোহাম্মদ রফিকের মা রুবিয়া বিবিকে সম্বর্ধনা দেন তাদের পুত্ররাই।
advertisement

advertisement
ব্যতিক্রমী ভাবে আরেক মা, ময়দানের ফুটবল মাঠের সবার পরিচিত জনপ্রিয় 'লজেন্স মাসি' যমুনা দাসকে সংগঠিত করেন ফুটবলার হীরা মণ্ডল এবং মোহাম্মদ রফিক। এদের কারোর মা না হয়েও ময়দানের সবারই মা হিসেবে পরিচিত ছিলেন যমুনা দাস। তাঁকে সংবর্ধনা দিতে গিয়ে আবেগে চোখে জল রাখতে পারেননি হীরা মণ্ডল এবং মোহাম্মদ রফিক। এছাড়াও অলিম্পিক এবং জাতীয় রাইফেল শুটিং চ্যাম্পিয়ন মেহুলি ঘোষের মা মিতালী ঘোষকে সংবর্ধিত করেন মেহুলী স্বয়ং। লক্ষ নিরন্ন দরিদ্র দুস্থ মানুষের কাছে 'মা অন্নপূর্ণা' হিসেবে চিহ্নিত পাপিয়া করকেও এদিন সংবর্ধিত করা হয়। বর্তমানে ১০০এর ওপর নিরন্ন মানুষকে প্রতিদিন অন্ন যোগান পাপিয়া দেবী। এছাড়াও এসপ্ল্যানেডে ট্রাম ডিপোর পাশে ফুটপাতে শিশুদের জন্য একটি স্কুলও চালাচ্ছেন তিনি।
advertisement
এদিন এই মাতৃ দিবসের অনুষ্ঠানে আমরি হাসপাতালের সিইও রূপক বড়ুয়া জানান," বছরের প্রত্যেকটি দিনই আসলে মাদার্স ডে। আলাদা করে কোনও দিন উদযাপন করার যৌক্তিকতা নেই। তবুও এই বিশেষ মায়েদেরকে সংগঠিত করতে পেরে আমরা অত্যন্ত খুশি এবং গর্বিত। প্রত্যেক সন্তানের কাছেই তাঁর মা বন্ধু, দার্শনিক এবং পথনির্দেশক। জীবনের প্রত্যেকটা বন্ধুর, আঁকাবাঁকা পথে মায়ের সাহায্যের কোনও বিকল্প নেই। পৃথিবীর সমস্ত মায়েদেরকে আমাদের পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম।"
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 09, 2022 2:07 PM IST