KKR vs SRH: শার্দুল থাকতে কেন লাস্ট ওভারে বরুণ, আসল রহস্য ফাঁস করলেন কেকেআর অধিনায়ক
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
KKR vs SRH: আইপিএল ২০২৩-এ এখও টিকে থাকল কেকেআরের প্লে অফে যাওয়ার আশা। রুদ্ধশ্বাস লাস্ট ওভার থ্রিলারে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৫ রান ম্যাচ জিতল নাইটরা।
হায়দরাবাদ: সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচে জয়ে ফিরেছে কলকাতা নাইট রাইডার্স। অ্যাওয়ে ম্যাচ জিতে শুধু প্লে অফের যাওয়ার আশা টিকে থাকল নাইটদের তেমনটা নয়, ঘরের মাঠে হায়দরাবাদে বিরুদ্ধে হারের মধুর প্রতিশোধ নিল কেকেআর। ১৭২ রানের টার্গেট ডিফেন্ড করতে নেমে রুদ্ধশ্বাস ম্যাচে লাস্ট ওভারে দুরন্ত বোলিং করেন নাইটদের মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। মাত্র ৩ রান দেন তিনি। ৫ রানে ম্যাচ জিতে প্রতিযোগিতায় এখনও টিকে থাকল নীতিশ রানা, চন্দ্রকান্ত পণ্ডিতের দল।
কিন্তু শেষ ওভারে বরুণকে বল দেওয়ার সিদ্ধান্ত আগে নেওয়া হয়নি। বল করার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছিলেন ম্যাচে ২ উইকেট নিয়ে ভালো বোলিং করা শার্দুল ঠাকুর। কিন্তু শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্ত পাল্টে বরুণকে বল করতে পাঠান নীতিশ রানা। কেন এমন সিদ্ধান্ত নিয়েছিলেন নাইট ‘সেনাপতি’ ম্যাচে শেষে জানান তিনি। নীতিশ রানা বলেন,”আমি বুঝতে পারছিলাম না শেষ ওভার পেসারকে দেব না স্পিনারকে। কিন্তু বড় মাঠ ও স্লো উইকেটের কথা ভেবে শেষমেশ বরুণকে দেওয়ারই সিদ্ধান্ত নিই। আমার সিদ্ধান্তকে স্বাগত জানায় শার্দুল। ও বলেছিল যেটা মন বলছে সেটাই করো।”
advertisement
advertisement
প্রসঙ্গত, ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭১ রান করে কলকাতা নাইট রাইডার্স। নাইটদের হয়ে সর্বোচ্চ ৪৬ রানের ইনিংস খেলেন রিঙ্কু সিং। এছাড়া ৪২ রান করে নীতিশ রানা। ২৪ রানের ঝোডো ইনিংস খেলেন আন্দ্রে রাসেল। রান তাড়া করতে নেমে ৫৪ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল সানরাইজার্স। সেখান থেকে অধিনায়ক এডেন মার্কারাম ও হেনরিক ক্লাসেনের জুটিতে ম্যাচে ফেরে অরেঞ্জ আর্মি। ৭০ রানের পার্টনারশিপ করেন তারা। মার্করাম করেন ৪১ ও ক্লাসেন ৩৬। শেষের দিকে আবদুল সামাদ ২১ রানের ইনিংস খেললেও শেষ রক্ষা হয়নি। ২০ ওভারে ৮ উইকেটে ১৬৬ রান করে হায়দরাবাদ।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 05, 2023 11:58 AM IST