ভিভের মাঠে বিরাট কীর্তি ! রানের পাহাড় গড়ল ভারত

Last Updated:

ভারত: ৫৬৬/৮ (ডিক্লেয়ার) ওয়েস্ট ইন্ডিজ: ৩১/১ ( ১৬ ওভার) দ্বিতীয় দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে পিছিয়ে ৫৩৫ রানে ৷

ভারত: ৫৬৬/৮ (ডিক্লেয়ার)
ওয়েস্ট ইন্ডিজ: ৩১/১ ( ১৬ ওভার)
দ্বিতীয় দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে পিছিয়ে ৫৩৫ রানে
advertisement
#অ্যান্টিগা: কুম্বলে জমানায় ভিভের মাঠে কেরিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি এল কোহলির ব‍্যাট থেকে। শুক্রবার অ‍্যান্টিগায় নতুন মাইলস্টোনের সাক্ষী রইল ভারতীয় ক্রিকেট। মাত্র ২৮১ বলেই দু’শোর শৃঙ্গে পা রাখলেন কোহলি।
advertisement
বিশ্বের যে প্রান্তেই যান না কেন অনিল কুম্বলের ছায়াসঙ্গী থাকে লেন্স। বিরল মুহূর্তকে বন্দি করে রাখা সেই ক্রিকেট জীবন থেকেই চিরকালের অভ‍্যাস শখের ফটোগ্রাফার জাম্বোর। শুক্রবার নর্থ সাউন্ডে তেমনই এক মুহূর্ত হাজির হল প্রথমে টেস্টের দ্বিতীয় দিনের মধ‍্যাহ্নভোজে। তখন অপরাজিত থেকে প‍্যাভিলিয়নে ফিরছেন বিরাট কোহলি। স্কোরবোর্ড দেখাচ্ছে নামের পাশে নট আউট ২০০। সৌজন্যে দু’ডজন বাউন্ডারি।
advertisement
247897
ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই কেরিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির স্বাদ পেলেন বিরাট। টপকে গেলেন প্রথম শ্রেণির ক্রিকেটে ১৯৭ আর টেস্টে নিজের আগের সেরা ১৬৯ রানের মাইলস্টোন। ভারত অধিনায়ক হিসেবে কেরিয়ারের প্রথম ডাবলে পৌঁছতে কোহলি নেন মাত্র ২৮১ বল। আগের দিনের ১৪৩ থেকে শুরু করার পর ২০৮ বলেই পেরিয়ে যান দেড়শোর চৌকাঠ।
advertisement
ভিভের পেপ-টক আর তাঁরই নামাঙ্কিত স্টেডিয়াম কোহলির মোটিভেশনকে পৌঁছে দিল অন্য উচ্চতায়। বর্ণময় কেরিয়ারে ডাবলের ফলক হয়তো আরও জুড়বে। তবু প্রথম দু’শোয় সবসময়েই মিশে থাকে অন্য রোম‍্যান্স। হয়তো সেজন্যই কোহলি-শো দেখে পুরনো রোম‍্যান্সে হাততালি দিলেন স্বয়ং গাভাসকর। আর স্ট‍্যান্ডিং ওভেশন দিল ভারতীয় ড্রেসিংরুম। যেন জাম্বো জমানা শুরুই হল এক অন‍্য কোহলির আবিস্কারে। তবে শুধু কোহলিই নন ৷ ব্যাট হাতে আবার সফল ৬ নম্বরে নামা রবীচন্দ্র অশ্বিনও ৷ ৩৪০ মিনিট ক্রিজে থেকে ১১৩ রান করলেন তিনি ৷ তাঁর ইনিংসটি সাজানো ১২টি বাউন্ডারিতে ৷ ভারত প্রথম ইনিংস ৮ উইকেটে ৫৬৬ রানে ডিক্লেয়ার করার পর ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার রাজেন্দ্র চন্দ্রিকার (১৬) উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ৷ দ্বিতীয় দিনের শেষে ক্যারিবিয়ানদের সংগ্রহ ১ উইকেটে ৩১ রান ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ভিভের মাঠে বিরাট কীর্তি ! রানের পাহাড় গড়ল ভারত
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement