টেস্টে ব্যাটসম্যানদের তালিকায় তিন নম্বরে উঠে এলেন কোহলি !

Last Updated:

আইসিসি টেস্ট ক্রমতালিকায় তিন নম্বরে উঠে এলেন বিরাট কোহলি।

#চণ্ডীগড়: মোহালিতে টেস্ট জিতে উঠেই আরও একটা সুখবর ভারত অধিনায়ক বিরাট কোহলির জন্য ৷ আইসিসি-র টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় ১৫ নম্বর থেকে এক লাফে তিন নম্বরে উঠে এলেন ভারতের টেস্ট অধিনায়ক ৷ মোহালি টেস্টে প্রথম ইনিংসে ৬২ রান এবং দ্বিতীয় ইনিংসে মাত্র ৬ রানের বেশি করতে পারেননি ৷ কিন্তু তাতে র‍্যাঙ্কিংয়ে উপরের দিকে উঠতে কোনও সমস্যা হয়নি বিরাটের ৷ ৮৩৩ পয়েন্ট নিয়ে এখন ব্যাটসম্যানদের তালিকায় তিন নম্বরে কোহলি ৷
ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে ইতিমধ্যেই ৪০৫ রান করে ফেলেছেন বিরাট ৷ এর ফলে ব্যাটসম্যানদের তালিকায় উপরের দিকে উঠতে বিশেষ সমস্যা হয়নি তাঁর ৷ এখনও সিরিজে দু’টো টেস্ট বাকি ৷ ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে আরও অনেক রান করার সম্ভাবনা বিরাটের ৷ অল রাউন্ডারদের তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছেন রবিচন্দ্রন অশ্বিন ৷ তাঁর সংগ্রহে এখন ৪৯৩ পয়েন্ট ৷ অল রাউন্ডারদের মধ্যে প্রথম পাঁচ জনের মধ্যে রয়েছেন রবীন্দ্র জাদেজাও ৷ চলতি সিরিজে দুর্দান্ত পারফর্ম করে বোলারদের তালিকায় ১৯ নম্বরে উঠে এলেন মহম্মদ শামি ৷
advertisement
advertisement
বাংলা খবর/ খবর/খেলা/
টেস্টে ব্যাটসম্যানদের তালিকায় তিন নম্বরে উঠে এলেন কোহলি !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement