টেস্টে ব্যাটসম্যানদের তালিকায় তিন নম্বরে উঠে এলেন কোহলি !

Last Updated:

আইসিসি টেস্ট ক্রমতালিকায় তিন নম্বরে উঠে এলেন বিরাট কোহলি।

#চণ্ডীগড়: মোহালিতে টেস্ট জিতে উঠেই আরও একটা সুখবর ভারত অধিনায়ক বিরাট কোহলির জন্য ৷ আইসিসি-র টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় ১৫ নম্বর থেকে এক লাফে তিন নম্বরে উঠে এলেন ভারতের টেস্ট অধিনায়ক ৷ মোহালি টেস্টে প্রথম ইনিংসে ৬২ রান এবং দ্বিতীয় ইনিংসে মাত্র ৬ রানের বেশি করতে পারেননি ৷ কিন্তু তাতে র‍্যাঙ্কিংয়ে উপরের দিকে উঠতে কোনও সমস্যা হয়নি বিরাটের ৷ ৮৩৩ পয়েন্ট নিয়ে এখন ব্যাটসম্যানদের তালিকায় তিন নম্বরে কোহলি ৷
ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে ইতিমধ্যেই ৪০৫ রান করে ফেলেছেন বিরাট ৷ এর ফলে ব্যাটসম্যানদের তালিকায় উপরের দিকে উঠতে বিশেষ সমস্যা হয়নি তাঁর ৷ এখনও সিরিজে দু’টো টেস্ট বাকি ৷ ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে আরও অনেক রান করার সম্ভাবনা বিরাটের ৷ অল রাউন্ডারদের তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছেন রবিচন্দ্রন অশ্বিন ৷ তাঁর সংগ্রহে এখন ৪৯৩ পয়েন্ট ৷ অল রাউন্ডারদের মধ্যে প্রথম পাঁচ জনের মধ্যে রয়েছেন রবীন্দ্র জাদেজাও ৷ চলতি সিরিজে দুর্দান্ত পারফর্ম করে বোলারদের তালিকায় ১৯ নম্বরে উঠে এলেন মহম্মদ শামি ৷
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
টেস্টে ব্যাটসম্যানদের তালিকায় তিন নম্বরে উঠে এলেন কোহলি !
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement