ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে ইতিমধ্যেই ৪০৫ রান করে ফেলেছেন বিরাট ৷ এর ফলে ব্যাটসম্যানদের তালিকায় উপরের দিকে উঠতে বিশেষ সমস্যা হয়নি তাঁর ৷ এখনও সিরিজে দু’টো টেস্ট বাকি ৷ ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে আরও অনেক রান করার সম্ভাবনা বিরাটের ৷ অল রাউন্ডারদের তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছেন রবিচন্দ্রন অশ্বিন ৷ তাঁর সংগ্রহে এখন ৪৯৩ পয়েন্ট ৷ অল রাউন্ডারদের মধ্যে প্রথম পাঁচ জনের মধ্যে রয়েছেন রবীন্দ্র জাদেজাও ৷ চলতি সিরিজে দুর্দান্ত পারফর্ম করে বোলারদের তালিকায় ১৯ নম্বরে উঠে এলেন মহম্মদ শামি ৷
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।