RCB vs DC: কোহলিদের ঘরে ঢুকে গর্জন রাহুলের! ৬ উইকেটে আরসিবিকে উড়িয়ে দিল 'আনস্টপেবল' দিল্লি

Last Updated:

Delhi Capitals Beat Royal Challengers Bengaluru By 6 Wickets: আইপিএল ২০২৫-এ অপ্রতিরোধ্য দিল্লি ক্যাপিটালস। ৪টির মধ্যে ৪টি জিতে লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রাখল রাজধানীর দল। বেঙ্গালুরুতে আরসিবির ঘরের মাঠে বিরাট-পাতিদারদের কাছ থেকে কার্যত একক ক্ষম জয় ছিনিয়ে আনলেন কেএল রাহুল।

(Photo Courtesy- AP)
(Photo Courtesy- AP)
বেঙ্গালুরু: আইপিএল ২০২৫-এ অপ্রতিরোধ্য দিল্লি ক্যাপিটালস। ৪টির মধ্যে ৪টি জিতে লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রাখল রাজধানীর দল। বেঙ্গালুরুতে আরসিবির ঘরের মাঠে বিরাট-পাতিদারদের কাছ থেকে কার্যত একক ক্ষম জয় ছিনিয়ে আনলেন কেএল রাহুল। ১৬৪ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতে পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল দিল্লি। সেখান থেকে কেএল রাহুলের অপরাজিত ৫৩ বলে ৯৩ রানের ম্যাচ উইনিংস ইনিংস খেলেন। ৩৮ রানে অপরাজিত থাকেন ট্রিস্টান স্টাবস।
ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় দিল্লি। ব্যাটিংয়ে শুরুটা বিধ্বংসী মেজাজে করে আরসিবি। ফিল সল্টের ঝোড়ো ইনিংসে ৩ ওভারেই ৫০ পেরিয়ে যায় বেঙ্গালুরুর স্কোর। ওপেনিং জুটি ভাঙার পর থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে আরসিবি। ফিল সল্ট ৩৭ ও বিরাট কোহলি ২৭ রান করে আউট হন। মাঝে রজত পাতিদার ২৫ রান করে। ক্রমাগত উইকেট হারিয়ে একটা সময় বেঙ্গালুরুর স্কোর দাঁড়ায় ১২৫ রানে ৭ উইকেট।সেখান থেকে দলকে লড়াই করার মত জায়গায় পৌছে দেয় ক্রুণাব পান্ডিয়া ও টিম ডেভিড। ক্রুণাল ১৮ ও টিম ডেভিড ২০ বলে ৩৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৩ রান করে আরসিবি।
advertisement
advertisement
রান তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়নি দিল্লি ক্যাপিটালসের। একটা সময় ৫৮ রানের মধ্যে ৪ উইকেট পড়ে গিয়েছিল ডিসির। সাজঘরে ফেরত চলে গিয়েছিলেন ফাফ ডুপ্লেসি, জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক, অভিষেক পোড়েল ও অক্ষর প্যাটেল। সেখান থেকে দলের রাশ ধরেন কেএল রাহুল ও ট্রিস্টান স্টাবস। ঠান্ডা মাথায় দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান দুজনে। সেট হওয়ার পর রাহুল আক্রমণাত্মক শটও খেলেন। পূরণ করেন নিজের হাফ সেঞ্চুরি। শতরানের পার্টনারশিপ করেন রাহুল ও স্টাবস। ১৩ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌছে যায় দিল্লি ক্যাপিটালস।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
RCB vs DC: কোহলিদের ঘরে ঢুকে গর্জন রাহুলের! ৬ উইকেটে আরসিবিকে উড়িয়ে দিল 'আনস্টপেবল' দিল্লি
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement