মন্দিরে গেলেই ফিরছে ফর্ম, আজব কান্ড! রাহুলের কামব্যাকে 'ভগবান এফেক্ট' দেখছেন ভক্তরা
- Published by:Rohan roychowdhury
Last Updated:
মুম্বই: 'বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর'! প্রথমে বিরাট কোহলি। তারপর কেএল রাহুল। ক্রিকেটে খারাপ সময় কাটিয়ে সুসময়ে ফিরছে দুই তারকার। ক্রিকেটীয় ব্যাখ্যা তো আছেই। কিন্তু তার থেকে নাকি বেশি অবদান উজ্জয়ন মহাকালেশ্বর মন্দিরের। এমনটাই বিশ্বাস করছেন ক্রিকেট ভক্তরা। গত কয়েক মাস ধরে একের পর এক ধর্ম স্থানে গিয়েছিলেন বিরাট। নতুন বউ আতিয়া শেটিকে নিয়ে কয়েক দিন আগেই মহাকালেশ্বর মন্দিরে গিয়েছিলেন রাহুল।
তারপর দুরন্ত কাম ব্যাক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। অধিনায়ক হিসেবে হার্দিক পান্ডিয়া নন, এমনকি বিরাট কোহলিও নন। কে এল রাহুলের যাবতীয় প্রশংসার কেন্দ্রবিন্দুতে রবীন্দ্র জাদেজা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মুম্বইতে ৭৫ রান করে অবশেষে ছন্দে ফিরেছেন ভারতের তারকা ওপেনিং ব্যাটসম্যান। খুব খারাপ সময়ে কাটিয়েছেন গত কয়েকটা মাস।
আরও পড়ুন - শামি - সিরাজের পেস জুটি বিশ্বকাপে দুঃস্বপ্ন দেখাবে যে কোনও দলকে! বলছেন শাস্ত্রী
রাহুলের মতে, জাডেজার ব্যাট করতে নামার জন্যে উন্মুখ হয়েছিলেন তিনি। কারণ, ডান হাতি ব্যাটারের সঙ্গে এক জন বাঁ হাতি ব্যাটারের কম্বিনেশন দরকার ছিল সেই সময়। রাহুল বলেছেন, জাডেজার সঙ্গে ব্যাট করে বেশ মজা লেগেছে। যে মুহূর্তে একজন বাঁ হাতি ব্যাটার এল, আমি কয়েকটা আলগা বল পেয়ে গেলাম এবং সেগুলোকে কাজে লাগালাম। বাঁ হাতি ব্যাটার আসাতেই কাজটা সহজ হয়ে গেল। জাড্ডু দারুণ ব্যাট করেছে।
advertisement
advertisement
KL Rahul at No.5 in ODIs from just 17 innings: - 88* (64) in NZ: 156/3 to 347/4. - 112 (113) in NZ: 62/3 to 296/7. - 73 (70) in Bangladesh: 49/3 to 186 (lone fifty for India). - 64* (103) Vs Sri Lanka: 86/4 to chase down 219. - 75* (91) Vs Australia: 39/4 to chase down 189. pic.twitter.com/Y8fc60A3ti
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 17, 2023
advertisement
ওর রান নেওয়ার ক্ষমতাও খুব দ্রুত। দারুণ ছন্দে রয়েছে এবং ম্যাচে এ ধরনের পরিস্থিতিতে কী করতে হবে, সেটা ও ভালই জানে। ফলে ওর সঙ্গে ব্যাটিং খুবই উপভোগ করেছি। কঠিন সময়ে ব্যাট করতে নেমেছিলেন রাহুল। ভারত তখন একের পর এক উইকেট হারিয়েছে। মনে হচ্ছিল কম রানের লক্ষ্যমাত্রাও তাড়া করা সম্ভব হবে না।
advertisement
রাহুলের ব্যাটে সেই পরিস্থিতি কাটিয়ে ওঠে তারা। একবার যখন ছন্দ ফিরে পেয়েছেন তখন সেটা হারাতে চাইবেন না রাহুল। শেষ দুটো একদিনের ম্যাচেও সুযোগ কাজে লাগিয়ে বড় রান করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩-০ জয় চাইবেন তিনি। ঈশ্বর তার সহায়।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 18, 2023 1:30 PM IST