KKR vs SRH: কেকেআরের সামনে ধসে গেল হায়দরাবাদের গর্বের ব্যাটিং, ফাইনালে উঠতে কলকাতার টার্গেট ১৬০

Last Updated:

KKR vs SRH IPL 2024 Qualifier 1: যে সানরাইজার্স হায়দরাবাদের বিধ্বংসী ব্যাটিং লাইন প্রতিপক্ষের রাতের ঘুম কেড়ে নিচ্ছিল, সেই ব্যাটিং লাইনকে নিয়ে কোয়ালিফায়ারে ছেলেখেলা করল কলকাতা নাইট রাইডার্স।

কেকেআরের সামনে ধসে গেল হায়দরাবাদের গর্বের ব্য়াটিং লাইন
কেকেআরের সামনে ধসে গেল হায়দরাবাদের গর্বের ব্য়াটিং লাইন
আহমেদাবাদ: যে সানরাইজার্স হায়দরাবাদের বিধ্বংসী ব্যাটিং লাইন প্রতিপক্ষের রাতের ঘুম কেড়ে নিচ্ছিল, সেই ব্যাটিং লাইনকে নিয়ে কোয়ালিফায়ারে ছেলেখেলা করল কলকাতা নাইট রাইডার্স। বড় ম্যাচে জ্বলে ওঠেন মিচেল স্টার্ক। শুরু থেকেই আগুনে ফর্মে পাওয়া যায় অজি স্পিড স্টারকে। পাওয়ার প্লেতেই স্টার্কের আগুনে স্পেলে বেলাইন হয়ে যায় অরেঞ্জ আর্মি। দুরন্ত বোলিং করেন সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা, হর্ষিত রানারা। শেষ পর্যন্ত ১৫৯-এ অলআউট হয়ে যায় সানরাইজার্স।
ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন প্যাট কামিন্স। সেই সিদ্ধান্ত বুমেরাং হয়ে যায় সানরাইজার্সের। প্রথম ওভারের দ্বিতীয় বলেই সানরাইজার্সের ভয়ঙ্কর ব্য়াটার ট্রেভিস হেডকে বোল্ড করে সাজঘরে পাঠান মিচেল স্টার্ক। দ্বিতীয় ওভারেও সাফল্য পায় কলতাতা নাইট রাইডার্স। হায়দরাবাদের অপর ভয়ঙ্কর ব্যাটার অভিষেক শর্মাকে আউট করেন বৈভব অরোরা। পঞ্চম ওভারে ফের উইকেট নেন মিচেল স্টার্ক। এবার তাঁর শিকার হন নীতিশ কুমার রেড্ডি। একই ওভারে শাহবাজ আহমেদকে খাতা না খুলে বোল্ড করেন স্টার্ক। ৬ ওভার পাওয়ার প্লে শেষে হায়দরাবাদ ৪ উইকেটে ৪৪।
advertisement
এরপর হেনরিক ক্লাসেন ও রাহুল ত্রিপাঠী ব্যাটে কিছুটা ম্যাতে ফেরে সানরাইজার্স। দুই তারকা ব্যাটার মিলে বেশ কিছু অনবদ্য শট খেলেন। অর্ধশতরানের পার্টনারশিপ করেন তারা। বিশেষ করে দুরন্ত ব্যাটিং করেন রাহুল ত্রিপাঠী। অর্ধশতরান করেন তিনি। ৬২ রান যোগ করে ভাঙে জুটি। ৩২ রান করে বরুণ চক্রবর্তীর শিকার হন ক্লাসেন। এরপর ফের ধস নামে সানরাইজার্সের ব্যাটিং লাইনে।
advertisement
advertisement
৫৫ রানের ইনিংস খেলে রাহুল ত্রিরাঠী রান আউট হতেই হায়দরাবাদের বড় রান করা সব আশা শেষ হয়ে যায়। আবদুল সামাদের উইকেট নেন হর্ষিত রানা। সংবীর সিংকে বোল্ড করেন নারিন। ভুবনেশ্বর কুমার শিকার হন বরুণ চক্রবর্তীর। শেষের দিকে হায়দরাবাদকে কিছুটা টানেন অধিনায়ক প্যাট কামিন্স। ৩০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলের স্কোর ১৫০ পার করেন। শেষে রাসেলের বলে আউট হন তিনি। ১৯.৩ বলে ১৫৯ রানে অলআউট হয়ে যায় হায়দরাবাদ।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
KKR vs SRH: কেকেআরের সামনে ধসে গেল হায়দরাবাদের গর্বের ব্যাটিং, ফাইনালে উঠতে কলকাতার টার্গেট ১৬০
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement