Shivam Mavi 5 sixes : একটা দুটো নয়, ওভারে পাঁচটা ছক্কা হজম করলেন কেকেআরের এই বোলার
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
KKR pacer Shivam Mavi get humiliating record of conceding five sixes in an over. লজ্জার নতুন রেকর্ড স্পর্শ করলেন নাইট পেসার মাভি
#মুম্বই: গত চার বছর ধরে কলকাতা নাইট রাইডার্স দলের সঙ্গে আছেন তিনি। প্রতিভাবান ফাস্ট বোলার। বলের গতি আগেই ছিল। সঙ্গে যোগ করেছেন সুইং এবং মুভমেন্ট। শিবম মাভি অবশ্য এদিন একটি লজ্জার রেকর্ড স্পর্শ করলেন। লখনউ সুপার জায়ান্ট দলের বিরুদ্ধে ১৯ ওভারে পাঁচটি ছয় হজম করলেন তিনি। মার্কোস স্তইনিস তিনটি এবং জেসন হোল্ডার দুটি ছক্কা হাঁকান। সব বল গুড লেন্থ জায়গায় করতে গিয়ে একটিও সঠিক জায়গায় রাখতে পারেননি শিবম মাভি।
ফলে যা হওয়ার তাই হয়েছে। প্রচুর রান দিয়ে ফেললেন ওই একটা ওভারে। ওই ওভার না হলে কেকেআরকে অন্তত ৩০ রান কম তারা করতে হত। তবে এই প্রথম নয়। এর আগেও পৃথ্বী শর বিরুদ্ধে এক ওভারে হাফ ডজন বাউন্ডারি এবং ওভারে চারটি ছয় খাওয়ার নজির আছে তার। আইপিএলে ওভারে পাঁচটি ছয় খাওয়ার নজির আছে রাহুল শর্মা, শেলডন কট্রেল, হর্ষল প্যাটেলদের।
advertisement
advertisement
What an over Lucknow Supergiants - 6,6,6,W,6,6. 30 runs and 5 sixes from the Shivam Mavi over.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 7, 2022
নিঃসন্দেহে বলা যায় ওই একটা ওভার ম্যাচের মোমেন্টাম ঘুরিয়ে দিয়েছিল লখনউয়ের দিকে। নিঃসন্দেহে এমন জঘন্য পারফরম্যান্সে আঙ্গুল তুলতে হয় বোলিং কোচ ভরত অরুনের দিকে। লখনউ-এর হয়ে এই ম্যাচে অর্ধ-শতরান করেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুইন্টন ডি কক। দক্ষিণ আফ্রিকার কুইন্টন (৫০) ডি কক ছাড়াও এই ম্যাচে রান পেয়েছেন ছন্দে থাকা দীপক হুডা (৪১)।
advertisement
অল্পের জন্য অর্ধ শতরান হাতছাড়া করলেও তাঁর ঝোড়ে ইনিংস প্রশংসার দাবি রাখে। এ দিন রান পাননি লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক কে এল রাহুল। একটি বল না খেলেই রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় তাঁকে। এদিন ৪ ওভারে ৫০ রানের বিনিয়মে মাভি ১টি উইকেট পান এই তরুণ পেসার। কেকেআর-এর হয়ে রান চাপার কাজটি করেন আন্দ্রে রাসেল এবং সুনীল নারিন। তরুণ পেসার শিবমের জন্য এটা মোটেও ভাল বিজ্ঞাপন হয়ে থাকল না
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 07, 2022 11:12 PM IST