KKR News: পঞ্জাবের বিরুদ্ধে ১ পয়েন্ট খুলে দেবে কেকেআরের ভাগ্যের দরজা! কোন অঙ্কে এমন বললেন নাইট তারকা? জেনে নিন

Last Updated:

Kolkata Knight Riders: ঝড়-বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে যাওয়ায় ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল শ্রেয়স আইয়ার ও অজিঙ্কে রাহানের দলকে। কিন্তু এই এক পয়েন্টই কেকেআরের ভাগ্যের দরজা খুলে দিতে পারে বলে মনে করছেন নাইট তারকা।

News18
News18
কলকাতা: টানা ৩ ম্যাচ জয় অধরা কেকেআরের। পঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথম পর্বের সাক্ষাতে হার, গুজরাত টাইটান্সের বিরুদ্ধে হারের পর ঘরের মাঠে পঞ্জাবের বিরুদ্ধে ফিরতে ম্যাচেও জয় এল না নাইটদের ঘরে। ঝড়-বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে যাওয়ায় ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল শ্রেয়স আইয়ার ও অজিঙ্কে রাহানের দলকে। কিন্তু এই এক পয়েন্টই কেকেআরের ভাগ্যের দরজা খুলে দিতে পারে বলে মনে করছেন নাইট তারকা।
প্রথম পর্বের সাক্ষাতে লজ্জার হারের পর ঘরের মাঠে নিজেদের প্রাক্তন অধিনায়কের দলের বিরুদ্ধে বদলা নিতে নেমেছিল কেকেআর। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০১ রান করে পঞ্জাব কিংস। রান তাড়া করতে নেমে এক ওভার ব্যাট করার পরই শুরু হয় তুমুল ঝড়-বৃষ্টি। কালবৈশাখীর দাপটে ভেস্তে যায় ম্যাচ। জয় না এলেও এই ১ পয়েন্ট নাইটদের প্লেঅফে পৌছে দিতে পারে বলে মনে করেন বৈভব অরোরা।
advertisement
ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ার পর সাংবাদিক সম্মেলনে আসেন বৈভব অরোরা। ১ পয়েন্ট পাওয়ার ফলে কেকেআরের ক্ষতি হয়ে গিয়েছে, প্লে অফে ওঠার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে তা মানতে একেবারেই রাজি নন তিনি। উল্টে এই এক পয়েন্ট পেয়ে তিনি খুব আশাবাদী। অন্য দলের সঙ্গে জয়ের সংখ্যা সমান হলে এক্ষেত্রে এই ১ পয়েন্টই কেকেআরকে শেষমেশ প্লে-অফে তুলতে পারে বলে মনে করেন বৈভব অরোরা।
advertisement
advertisement
প্রসঙ্গত, প্লে অফে টিকিট পাকা করার জন্য প্রয়োজন হয় ১৬ পয়েন্ট। সোজা হিসেবে আগামী সবকটি ম্যাচই জিততে হবে কেকেআরকে। ১৪ পয়েন্ট নিয়ে প্লে অফে যাওয়া যায়। তবে তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলাফল ও নেট রানরেটের দিকে। আর যদি এমনটা হয় তখন এই এক পয়েন্টই কেকেআরের রক্ষাকবচ হবে বলে মনে করেন তরুণ পেসার। কোনও পয়েন্ট না পাওয়ার থেকে ১ পয়েন্ট পাওয়া ভাল বলে মনে করেন বৈভব।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
KKR News: পঞ্জাবের বিরুদ্ধে ১ পয়েন্ট খুলে দেবে কেকেআরের ভাগ্যের দরজা! কোন অঙ্কে এমন বললেন নাইট তারকা? জেনে নিন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement