KKR vs LSG: লখনউকে হারাতে তৈরি কেকেআরের মাস্টার প্ল্যান! বড় চমক দেবে নাইটরা!

Last Updated:

KKR vs LSG IPL 2025: মঙ্গলে ইডেন মহারণ। আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে চলেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ও লখনউ সুপার জায়ান্টস।

News18
News18
কলকাতা: মঙ্গলে ইডেন মহারণ। আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে চলেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ও লখনউ সুপার জায়ান্টস। ৪টি ম্যাচে মধ্যে ২টি জিতেছে কেকেআর। প্লে-অফের রাস্তা মসৃণ রাখতে এই ম্যাচে জয় পেতে মরিয়া অজিঙ্কে রাহানের দল। অপরদিকে, একই পরিস্থিতি এলএসজিও। তারাও ২টি জিতেছে ও ২টি হেরেছে। ফলে ইডেনে জয় ছা়ড়া কিছু ভাবতে নারাজ ঋষভ পন্থের লখনউ।
ইডেনে ফের একবার লড়াই হতে চলেছে এলএসিজর ব্যাটিং বনাম কেকেআরের বোলিং। ঘরের মাঠে কোন অস্ত্রে এলএসজি-র মত শক্তিশালী ব্যাটিং লাইনকে রুখে দেবে নাইটরা, তা নিয়ে রয়েছে জল্পনা। তবে সানরাইজার্স ম্যাচে ইডেনের উইকেট যেমন ছিল তাতে খুশি ছিল কেকেআর। আর মঙ্গলবার দুপুরের ম্যাচে বড় ভূমিকা নেবে স্পিনাররা। তাই সেই কারণে ৩ স্পিনার অস্ত্রেই এলএসজি বধের ছক কষছে কেকেআর।
advertisement
দুপুরের ম্যাচ হওয়ায় ডিউ নিয়ে কেনও সমস্যা থাকবে না। ফলে ৩ জন স্পিনার ঘরের মাঠে খেলাতেই পারে কেকেআর। গত ম্যাতে যেমন স্পেনসর জনসনের পরিবর্তে খেলানো হয়েছিল মইন আলিকে। তবে হায়দরাবাদের বিরুদ্ধে মইনের বোলিংয়ের দরকার পড়েনি। এলএসজির শক্তি তাদের ব্যাটিং। মিচেল মার্শ, নিকোলাস পুরান, এডেন মার্করাম, ঋষভ পন্থ, ডেভিড মিলাররা একাই ম্যাচেই রং বদলে দিতে পারে। তবে বরুণ-নারিন-মইনের সামনে কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে এলএসজির ব্যাটিং লাইনকে।
advertisement
advertisement
ইডেন গার্ডেন্সের পিচ ঘিরে অনেক বিতর্ক রয়েছে। দুটি ভিন্ন ধরণের সারফেস প্রস্তুত রয়েছে। একটি হল হাই-স্কোরিং পিচ, যা সাম্প্রতিক বছরগুলিতে ঐতিহাসিক ভেন্যুতে বেশি দেখা গেছে। অন্যদিকে, দ্বিতীয় সারফেসটি স্পিনারদের বেশি সহায়তা করবে। গত খেলায়, কেকেআর সানরাইজার্সকে ১২০ রানে আউট করার আগে ২০০ রান করেছিল। পেসারদের জন্য শুরুতেই যথেষ্ট সুইং ছিল। স্পিনাররা সহায়তা পাচ্ছিলেন, কিন্তু এটি কোনওভাবেই পুরোপুরি টার্নারের মতো ছিল না। অধিনায়কদের জন্য ম্যাচের আগে পিচটি সঠিকভাবে পড়া এবং সেই অনুযায়ী পরিকল্পনা করা গুরুত্বপূর্ণ হতে চলেছে।
advertisement
এক ঝলকে দেখে নিন এলএসজির বিরুদ্ধে কেকেআর সম্ভাব্য একাদশ: কুইন্টন ডিকক (উইকেটকিপার), সুনীল নারিন, অজিঙ্কে রাহানে (অধিনায়ক), আংক্রিশ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, মইন আলি / আনরিখ নকিয়া, রমনদীপ সিং, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী। ইমপ্যাক্ট প্লেয়ার: বৈভব অরোরা।
advertisement
এক ঝলকে দেখে নিন কেকেআররের বিরুদ্ধে এলএসজির সম্ভাব্য একাদশ: মিচেল মার্শ, এডেন মার্করাম, নিকোলাস পুরান, ঋষভ পন্থ (অধিনায়ক, উইকেটকিপার), আয়ূষ বাদোনি, ডেভিড মিলার, আবদুল সামাদ, শার্দুল ঠাকুর, আকাশ দীপ, আভেশ খান, দিগ্বেশ রাঠি। ইমপ্যাক্ট প্লেয়ার- রবি বিষ্ণোই।
বাংলা খবর/ খবর/খেলা/
KKR vs LSG: লখনউকে হারাতে তৈরি কেকেআরের মাস্টার প্ল্যান! বড় চমক দেবে নাইটরা!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement