১০ নম্বরে ললিতা, ব্যাডমিন্টনে আশার আলো শ্রীকান্ত
Last Updated:
অলিম্পিক ব্যাডমিন্টনে ভারতের আশা বাঁচিয়ে রাখলেন কিদাম্বি শ্রীকান্ত। ৭০-তম স্বাধীনতা দিবসে রিওয় বিশ্বের পাঁচ নম্বর ডেনমার্কের তারকাকে ছিটকে দিলেন শ্রীকান্ত।
#রিও দি জেনেইরো: অলিম্পিক ব্যাডমিন্টনে ভারতের আশা বাঁচিয়ে রাখলেন কিদাম্বি শ্রীকান্ত। ৭০-তম স্বাধীনতা দিবসে রিওয় বিশ্বের পাঁচ নম্বর ডেনমার্কের তারকাকে ছিটকে দিলেন শ্রীকান্ত। পুরুষদের ব্যাডমিন্টনের সিঙ্গলসের প্রি-কোয়ার্টারে সোমবার কিদাম্বি জিতলেন সরাসরি গেমে। তবে ম্যাচ হল হাড্ডাহাড্ডির। ডেনামার্কের প্রতিদ্বন্দ্বী জান ও জর্গেনসেনের বিরুদ্ধে শ্রীকান্ত শেষপর্যন্ত জিতলেন ২১-১৯, ২১-১৯ গেমে। বুধবার সেমিফাইনালে শ্রীকান্ত নামবেন চিনের লিন ডানের বিরুদ্ধে।
অলিম্পিক স্টিপলচেজেও ভারতের পদকের স্বপ্ন অধরা। মেয়েদের ৩০০০ মিটার স্টিপলচেজে সোমবার হতাশ করলেন ভারতীয় দল ৷ ১০ নম্বরে শেষ করলেন ভারতের ললিতা বাবর। ৮ মিনিট ৫৯.৭৫ সেকেন্ড সময় নিয়ে এই ইভেন্টে সোনা জিতলেন বাহরিনের রুথ জেবেৎ। রুপো পেলেন কেনিয়ার হাইভিন জেপকেমোই। আর তিন নম্বরে রেস শেষ করে ব্রোঞ্জ জিতলেন মার্কিন যুক্তরাষ্ট্রের এমা কোবার্ন।
advertisement
advertisement
এদিকে রিওয় বোল্ট বিদ্যুতে আচ্ছন্ন বিরাট কোহলিও। পুরুষদের ১০০ মিটারে বোল্টের হ্যাটট্রিক দেখে জামাইকার স্প্রিন্টারকেই সর্বকালের সেরা অ্যাখ্যা দিলেন ভারত অধিনায়ক। ট্যুইটারে কোহলি লিখেছেন, বোল্ট সত্যিকারের কিংবদন্তী। তাঁর চেয়ে ভাল কাউকেই দেখেননি তিনি। বিশ্বের দ্রুততম মানুষকে কুর্নিশ জানানোর পাশাপাশি ট্যুইটারে বোল্টের সোনা জয়ের মুহূর্তের ছবিও পোস্ট করেছেন বিরাট ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 16, 2016 1:15 PM IST