এ কী বললেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী! কলকাতায় কিরণ রিজিজুর বক্তব্যে বিস্ময় ক্রীড়ামহলে
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
২০২৪ অলিম্পিকে ভাল ফল করতেই ‘খেলো ইন্ডিয়া’ প্রকল্পে জোর দেওয়ার কথাও বলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী।
#কলকাতা: টোকিও অলিম্পিকে বেশি পদকের আশা নেই ভারতের। অন্য কেউ নয়, বলছেন খোদ দেশের কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরণ রিজিজু। ক্রীড়ামন্ত্রকের দায়িত্ব নেওয়ার পর বুধবার প্রথমবার কলকাতা আসেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী। সল্টলেক সাই ঘুরে দেখার ফাঁকেই টোকিও অলিম্পিক নিয়ে প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী জানান, "চলতি বছর টোকিও অলিম্পিকে বেশি পদকের আশা করছেন না।" দেশের ক্রীড়া প্রতিভাকে সঠিক পথে পরিচালিত করে বরং ২০২৪-র অলিম্পিকে এখন থেকে নজর দেওয়ার কথাও বলেন কিরণ রিজিজু। ২০২৪ অলিম্পিকে ভাল ফল করতেই ‘খেলো ইন্ডিয়া’ প্রকল্পে জোর দেওয়ার কথাও বলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী।
বুধবার সকালে কলকাতা আসেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী। সাইয়ের পরিকাঠামো ঘুরে দেখার ফাঁকে সাই অধিকর্তা এস শর্মার থেকে এখানকার খোঁজখবর নেন কিরণ রিজিজু। সাইয়ের সিন্থেটিক টার্ফ দেখেও খুশি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী। পরিচিত হন পূর্বাঞ্চল সাইয়ের কোচ ও শিক্ষার্থীদের সঙ্গেও। দেশের বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের স্বতন্ত্র স্পোর্টসকোড চালু করার পরিকল্পনা রয়েছে বলেও জানান কিরণ রিজিজু। ‘খেলো ইন্ডিয়া’-তে আরও বেশি করে অংশগ্রহণের জন্য আবেদন জানান সাইয়ের শিক্ষার্থীদের কাছে।
advertisement
সাই তে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন অর্জুন ও অলিম্পিয়ান বোমবাইয়া দেবী ও মঙ্গল সিং। বোমবাইয়ার থেকে টোকিও অলিম্পিকে তিরন্দাজি দলের প্রস্তুতির খোঁজখবরও নেন ক্রীড়ামন্ত্রী। চলতি সপ্তাহেই পুণেতে অনুষ্ঠিত হতে চলেছে টোকিও অলিম্পিকের তিরন্দাজি দলের যোগ্যতা নির্ণায়ক শিবির। পূর্বাঞ্চলীয় সাই-তে ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করেন স্বপ্না বর্মনের কোচ সুভাষ সরকার ও কার্তিক চন্দ্র নাথ । ছিলেন সুরেশ বাবুর মতো বর্ষীয়ানরাও।
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 15, 2020 10:58 PM IST