Kapil Dev on 83 movie : রণবীরের ৮৩ সিনেমার মাঝপথেই থিয়েটার থেকে বেরিয়ে গিয়েছিলেন কপিল! কেন জানেন?

Last Updated:

Kapil Dev walked out of the theatre got emotional second time while watching Ranveer Singh 83. প্রথমবারে নয়, দ্বিতীয়বারে ৮৩ দেখে আবেগ সামলাতে পারেননি কপিল

রণবীর সিংকে পর্দায় কপিল হওয়ার জন্য দশে দশ দিয়েছেন কিংবদন্তি অলরাউন্ডার
রণবীর সিংকে পর্দায় কপিল হওয়ার জন্য দশে দশ দিয়েছেন কিংবদন্তি অলরাউন্ডার
কিন্তু সেবার আলাদা কিছু মনে হয়নি তার। কারণ দেখে মনে হয়েছে এটাই তোতার কাহিনী। এটা আর আলাদা কোথায়? কিন্তু দু সপ্তাহ পর আবার যখন থিয়েটারে পরিবারের সঙ্গে সিনেমাটি তিনি দেখেন, তখন মাঝপথেই নাকি থিয়েটার ছেড়ে কিছুক্ষনের জন্য বাইরে বেরিয়ে যান। কপিল জানিয়েছেন ৮৩ সিনেমা দ্বিতীয়বার দেখে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন তিনি।
advertisement
advertisement
বিশেষ করে যেভাবে বিশ্বকাপ ফাইনালের আগে দুর্ধর্ষ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দল সঙ্ঘবদ্ধ হয়েছিল, যেভাবে তার ভূমিকা রণবীর এবং বা ক্রিকেটারদের ভূমিকা অভিনেতারা ফুটিয়ে তুলেছেন, তার সঙ্গে বাস্তবের হুবহু মিল। এমনকি তার মেয়ে রণবীর সিং এর হাঁটাচলা এবং লুকস দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিল। কপিল মনে করেন পর্দায় তাকে জীবন্ত করে তুলেছেন রণবীর।
advertisement
স্মৃতিতে একসঙ্গে অনেক কথা ভেসে আসছিল। একটা সময় কান্না চাপতে পারেননি। তবে ভারতের সর্বকালের সেরা অলরাউন্ডার জানিয়েছেন এই সিনেমাটি দেখে যদি পরবর্তী প্রজন্মের ক্রিকেটাররা উদ্বুদ্ধ হন, সেটাই তার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। হরিয়ানা হ্যারিকেন মনে করেন এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট একটা নির্দিষ্ট দল তৈরি করার প্রক্রিয়ায় আছে।
অস্ট্রেলিয়ার মাটিতে হতে চলা টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বিসিসিআই একটা সেট দল তৈরি করে নিতে পারবে। রোহিত শর্মা অধিনায়ক হিসেবে বুদ্ধিমান মনে করেন কপিল। কিন্তু চ্যাম্পিয়ন হতে গেলে বিরাট কোহলির অবদান গুরুত্বপূর্ণ হতে চলেছে সন্দেহ নেই কপিলের। তিনি খুব খুশি হয়েছেন বিরাট এবং রোহিতের সম্পর্ক স্বাভাবিক থাকায়।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Kapil Dev on 83 movie : রণবীরের ৮৩ সিনেমার মাঝপথেই থিয়েটার থেকে বেরিয়ে গিয়েছিলেন কপিল! কেন জানেন?
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement