কানপুরে পুলিশের জালে তিন বুকি, দুই গুজরাট ক্রিকেটারকে করা হতে পারে জিজ্ঞাসাবাদ !
Last Updated:
কোনও বিতর্ক ছাড়া আইপিএল হবে ৷ এমনটা যেন আর ভাবাও সম্ভব নয় ৷
#কানপুর: কোনও বিতর্ক ছাড়া আইপিএল হবে ৷ এমনটা যেন আর ভাবাও সম্ভব নয় ৷ কানপুরের এক হোটেলে গুজরাট লায়ন্স এবং দিল্লি ডেয়ারডেভিলস ম্যাচ চলাকালীনই নয়ন রমেশ শাহ, বিকাশ চৌহান, রমেশ কুমার নামে তিন জন বুকিকে গ্রেফতার করেছে পুলিশ ৷ কিন্তু বিষয়টি শুধু এখানেই শেষ হচ্ছে না, কারণ এই বুকিদের সঙ্গে গুজরাট লায়ন্স দলের দুই ক্রিকেটারের যোগসাজশ থাকতে পারে বলেও আশঙ্কা করছে পুলিশ ৷
ধৃত তিন বুকির সঙ্গে কানপুরে ওইদিন ম্যাচ চলাকালীন বান্টি নামের একজন বুকির টেলিফোনে সবসময় যোগাযোগ ছিল বলে জানতে পেরেছে পুলিশ ৷ ওই বুকি রাজস্থানের আজমেঢ়ের ৷ সেই বান্টির সঙ্গেই গুজরাটের দুই ক্রিকেটারের যোগ থাকতে পারে বলে হোয়াটসঅ্যাপ চ্যাট দেখে মনে করছে পুলিশ ৷ যদি পুলিশের আশঙ্কা শেষপর্যন্ত সত্যি হয় এবং বুকিদের সঙ্গে কোনও ক্রিকেটারের যোগ সত্যি পাওয়া যায়, তাহলে অভিযুক্ত ক্রিকেটারদেরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে কানপুর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ৷ বুকিদের মোবাইল ঘেঁটেও তাই দেখা হচ্ছে ৷
advertisement
এদিকে কানপুর এবং আজমেঢ়ের পুলিশের যৌথ হানায় বুকি বান্টি কোনওক্রমে পালিয়ে গেলেও তার বাড়ি থেকে ২৫টি মোবাইল , তিনটে ল্যাপটপ এবং প্রচুর ডায়েরি উদ্ধার করেছে পুলিশ ৷ সেগুলো ঘেঁটে দেখা হচ্ছে, তার থেকে ম্যাচ গড়াপেটা সংক্রান্ত কোনও তথ্য বেরোয় কী না ৷
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 13, 2017 3:34 PM IST