কানপুরে পুলিশের জালে তিন বুকি, দুই গুজরাট ক্রিকেটারকে করা হতে পারে জিজ্ঞাসাবাদ !

Last Updated:

কোনও বিতর্ক ছাড়া আইপিএল হবে ৷ এমনটা যেন আর ভাবাও সম্ভব নয় ৷

#কানপুর: কোনও বিতর্ক ছাড়া আইপিএল হবে ৷ এমনটা যেন আর ভাবাও সম্ভব নয় ৷ কানপুরের এক হোটেলে গুজরাট লায়ন্স এবং দিল্লি ডেয়ারডেভিলস ম্যাচ চলাকালীনই নয়ন রমেশ শাহ, বিকাশ চৌহান, রমেশ কুমার নামে তিন জন বুকিকে গ্রেফতার করেছে পুলিশ ৷ কিন্তু বিষয়টি শুধু এখানেই শেষ হচ্ছে না, কারণ এই বুকিদের সঙ্গে গুজরাট লায়ন্স দলের দুই ক্রিকেটারের যোগসাজশ থাকতে পারে বলেও আশঙ্কা করছে পুলিশ ৷
ধৃত তিন বুকির সঙ্গে কানপুরে ওইদিন ম্যাচ চলাকালীন বান্টি নামের একজন বুকির টেলিফোনে সবসময় যোগাযোগ ছিল বলে জানতে পেরেছে পুলিশ ৷ ওই বুকি রাজস্থানের আজমেঢ়ের ৷ সেই বান্টির সঙ্গেই গুজরাটের দুই ক্রিকেটারের যোগ থাকতে পারে বলে হোয়াটসঅ্যাপ চ্যাট দেখে মনে করছে পুলিশ ৷ যদি পুলিশের আশঙ্কা শেষপর্যন্ত সত্যি হয় এবং বুকিদের সঙ্গে কোনও ক্রিকেটারের যোগ সত্যি পাওয়া যায়, তাহলে অভিযুক্ত ক্রিকেটারদেরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে কানপুর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ৷ বুকিদের মোবাইল ঘেঁটেও তাই দেখা হচ্ছে ৷
advertisement
এদিকে কানপুর এবং আজমেঢ়ের পুলিশের যৌথ হানায় বুকি বান্টি কোনওক্রমে পালিয়ে গেলেও তার বাড়ি থেকে ২৫টি মোবাইল , তিনটে ল্যাপটপ এবং প্রচুর ডায়েরি উদ্ধার করেছে পুলিশ ৷ সেগুলো ঘেঁটে দেখা হচ্ছে, তার থেকে ম্যাচ গড়াপেটা সংক্রান্ত কোনও তথ্য বেরোয় কী না ৷
advertisement
বাংলা খবর/ খবর/খেলা/
কানপুরে পুলিশের জালে তিন বুকি, দুই গুজরাট ক্রিকেটারকে করা হতে পারে জিজ্ঞাসাবাদ !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement