Shane Warne punishes Jadeja : জাদেজা এবং ইউসুফকে কঠিন শাস্তি দিয়েছিলেন শেন ওয়ার্ন, রহস্য ফাঁস আকমলের

Last Updated:

Kamran Akmal remembers how Shane Warne punished Yusuf Pathan and Ravindra Jadeja. জাদেজা এবং ইউসুফকে কঠিন শাস্তি দিয়েছিলেন শেন ওয়ার্ন, রহস্য ফাঁস আকমলের

রবীন্দ্র জাদেজাকে কড়া শাস্তি দিয়েছিলেন শেন ওয়ার্ন
রবীন্দ্র জাদেজাকে কড়া শাস্তি দিয়েছিলেন শেন ওয়ার্ন
অজি কিংবদন্তিকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে এমনই মজার শাস্তির কথা উল্লেখ করেছেন পাকিস্তানের প্রাক্তন উইকেটকিপার কামরান আকমল। তিনিও সেবার রাজস্থান রয়্যাল টিমেরই সদস্য ছিলেন। জাদেজা আর পাঠানকে অভিনব শাস্তি দিয়েছিলেন ওয়ার্ন। সেই বিষয়ে এদিন কথা বললেন তিনি।
advertisement
advertisement
২০০৮ সালে আইপিএলের প্রথম বছরেই শেন ওয়ার্নের নেতৃত্বে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান রয়্যালস। ওয়ার্ন আইপিএলের প্রথম বছরই রাজস্থান রয়্যালসের জয়কে ফোকাস করে একটি ডকুমেন্টারি হয়েছে। তাতে ২০০৮ সালের সেই দলে থাকা বহু ক্রিকেটার প্রয়াত অজি কিংবদন্তির অধীনে খেলার অভিজ্ঞতার কথা স্মরণ করেছেন। তখনই কামরান আকমলও ওয়ার্নের স্মৃতিচারণ করতে গিয়ে নস্ট্যালজিক হয়ে পড়েছেন।
advertisement
একটি স্পোর্টস ডকুমেন্টারিতে ওয়ার্নের স্মৃতি স্মরণ করে কামরান আকমল বলেছেন, ইউসুফ পাঠান এবং রবীন্দ্র জাদেজা অনুশীলনে একটু দেরি করেছিলেন। তবে সে সময় ওয়ার্ন কিছু বলেননি। এমনকী আমিও দেরী করেছিলাম। কিন্তু আমি একটু দেরিতে দলে যোগ দিয়েছিলাম, তাই ও আমাকে কিছু বলেনি।
এর সঙ্গেই তিনি যোগ করেছেন, অনুশীলন শেষ হওয়ার পরে আমরা যখন স্টেডিয়াম থেকে ফিরছিলাম, তখন ওয়ার্ন ড্রাইভারকে বাস থামাতে বলেন। তার পর তিনি দু'জনের (জাদেজা এবং ইউসুফ) দিকে ঘুরে বলেন, তোমরা পায়ে হেঁটে এস। আরেক খেলোয়াড় সিদ্ধার্থ ত্রিবেদী ২০০৮-২০১৩ সালে রাজস্থান রয়্যালসের সঙ্গে যুক্ত ছিলেন, তিনিও এই প্রসঙ্গে বলেছেন, হোটেল প্রায় তখন ১-২ কিমি দূরে ছিল। ইউসুফ এবং জাদেজাকে বাস থেকে নামতে হয়েছিল সেবার। বাকি রাস্তা হেঁটে যেতে হয়েছিল।
বাংলা খবর/ খবর/খেলা/
Shane Warne punishes Jadeja : জাদেজা এবং ইউসুফকে কঠিন শাস্তি দিয়েছিলেন শেন ওয়ার্ন, রহস্য ফাঁস আকমলের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement