সচিনের থেকে বেশি ট্যালেন্ট ছিল কাম্বলির: কপিল

Last Updated:

বিতর্কিত মন্তব্য করাটা তাঁর স্বভাবের মধ্যেই পড়ে ৷ সে স্বভাব যে এখনও যায়নি, তা আরও একবার বুঝিয়ে দিলেন বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক কপিল দেব নিখাঞ্জ ৷ পুণেতে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সচিন ও বিনোদ কাম্বলিকে নিয়ে কথা উঠতে তিনি বলেন, ‘‘ বিনোদ কাম্বলি সচিনের মতোই প্রতিভাবান ছিলেন ৷ হয়তো সচিনের থেকে বেশি প্রতিভাবান ছিলেন ৷

#পুণে: বিতর্কিত মন্তব্য করাটা তাঁর স্বভাবের মধ্যেই পড়ে ৷ সে স্বভাব যে এখনও যায়নি, তা আরও একবার বুঝিয়ে দিলেন বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক কপিল দেব নিখাঞ্জ ৷ পুণেতে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সচিন ও বিনোদ কাম্বলিকে নিয়ে কথা উঠতে তিনি বলেন, ‘‘ বিনোদ কাম্বলি সচিনের মতোই প্রতিভাবান ছিলেন ৷ হয়তো সচিনের থেকে বেশি প্রতিভাবান ছিলেন ৷ কিন্তু একজন ক্রিকেটারের জীবনে প্রতিভাই শেষ কথা নয় ৷ পরিবারের সাহায্য অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ৷’’
কপিল এদিন আরও বলেন, ‘‘ ছোটবেলায় একইসঙ্গে খেলা আরম্ভ করেছিলেন সচিন এবং কাম্বলি ৷ একই কোচের কাছে খেলা শিখেছেন ৷ দু’জনেই পড়েছেন একই স্কুলে ৷ কিন্তু একজন সাফল্যের শিখরে পৌঁছলেও অন্যজন স্রেফ উধাও হয়ে গিয়েছেন ৷ বাবা, মা-দের উচিৎ ছেলে বা মেয়েকে বেড়ে ওঠার সুযোগটুকু করে দেওয়া। তাঁদের কাজ ছেলেমেয়েকে মাঠ পর্যন্ত পৌঁছে দেওয়া। বাচ্চারা কী করবে এবং কী শিখবে সেটা ওদের উপরই ছেড়ে দিন ৷ একজন ক্রীড়াবিদের সাফল্যের জন্য দরকার বাবা, মা, ভাই, বোন এবং বন্ধুবান্ধব সকলের সাহায্য পাওয়া ৷’’
বাংলা খবর/ খবর/খেলা/
সচিনের থেকে বেশি ট্যালেন্ট ছিল কাম্বলির: কপিল
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement