যুবরাজ-রায়নাদের কেরিয়ার নষ্ট করছেন কোহলি ! ফের বিতর্কিত টুইট কেআরকে-র
Last Updated:
যুবরাজ-রায়নাদের কেরিয়ার নষ্ট করছেন কোহলি, ফের বিতর্কিত টুইট কেআরকে-র !
#মুম্বই: সোশ্যাল মিডিয়ায় কারোর দিকে আঙুল তুলতে বা উল্টো পাল্টা কমেন্ট করার ব্যাপারে কুখ্যাত অভিনেতা কামাল রশিদ খান, ওরফে ‘কেআরকে’ ৷ তাঁর টুইট গুলি বিশেষ পাত্তা দেওয়ার মতো না হলেও সোশ্যাল মিডিয়ায় দারুণভাবে ট্রোলড হয় ৷ তাই ভুলভাল পোস্ট এবং কমেন্ট করলেও তিনি সোশ্যাল মিডিয়ায় দারুণ বিখ্যাত ৷ এবার ভারত অধিনায়ক বিরাট কোহলিকেও টুইটারে কটাক্ষ করতে ছাড়লেন না তিনি ৷ স্পষ্ট জানালেন, সুরেশ রায়না-যুবরাজদের কেরিয়ার নষ্টের পিছনে কোহলিই দায়ী !
আসন্ন নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ভারতীয় দল ঘোষণা করা হয়েছে ৷ সেখানে যথারীতি জায়গা হয়নি যুবরাজ এবং রায়নার ৷ এরা দু’জনই বেশ কয়েকমাস হল জাতীয় দলের বাইরে ৷ তাই কোহলিকে কটাক্ষ করে কেআরকে টুইট করেন, ‘‘বেচারা যুবরাজ এবং রায়নাকে কোহলি পুরোপুরি ঘরেই বসিয়ে দিল। ঠিক আছে ভাই, তোমরা ধারাভাষ্য কোরো।’’
advertisement
advertisement
তবে এই টুইটের পর থেকেই সরগরম হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া। তাঁর টুইটের জবাব দিতে একের পর এক টুইট করতে থাকেন ভারতীয় সমর্থকরা। একজন লেখেন, ‘‘এ বার আপনি ক্রিকেট নিয়েও মাথা ঘামাবেন ? কাজ না থাকলে যা হয় আর কী!’’
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 18, 2017 6:26 PM IST