সিটিকে দু’গোল দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু জুভেন্তাসের
Last Updated:
#ম্যাঞ্চেস্টার: চ্যাম্পিয়ন্স লিগের শুরুটা ভালোই করল গতবারের রানার্সরা৷ ম্যাঞ্চেস্টার সিটির ঘরের মাঠে গিয়ে তাদের ২-১ গোলে হারাল জুভেন্তাস ৷ এতিহাদ স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপের এই ম্যাচে জুভেন্তাসের হয়ে গোল দু’টি করেন মারিও মান্দজুকিচ ও আলভারো মোরাতা। সিটির একমাত্র গোলটি আবার আত্মঘাতী ৷ সৌজন্যে ইতালিয় তারকা জিওর্জিও চিয়েলিনি৷
এদিন প্রথমার্ধে সিটির আক্রমণাত্মক ফুটবলের সামনে মুখ তুলতে পারছিল না বুঁফোর দল ৷ কিন্ত প্রথমার্ধ গোলশূন্য ভাবে শেষ হলেও দ্বিতীয়ার্ধে খেলা জমে ওঠে৷ ম্যাচের ৫৭ মিনিটেই এগিয়ে যায় ম্যান সিটি ৷ বাঁ দিক থেকে দাভিদ সিলভার কর্নার বিপদমুক্ত করতে গিয়ে উল্টে হেড করে নিজেদের জালেই বল জড়িয়ে দেন ইতালিয়ান ডিফেন্ডার চিয়েলিনি৷এরপর ম্যাচের ৭০ মিনিটেই অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে আসা মারিও মান্দজুকিচের গোলে সমতায় ফেরা জুভেন্তাস৷ পোগবার ক্রসে গোলটি করেন অভিজ্ঞ মান্দজুকিচ৷ এরপর ৮১ মিনিটে অসাধারণ একটি গোল করে তিন পয়েন্ট নিশ্চিত করেন প্রাক্তন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড মোরাতা। ডি বক্সের বাইরে থেকে স্প্যানিশ স্ট্রাইকারের দুর্দান্ত বাঁকানো শটে বল পোস্টের ভেতরের কানায় লেগে জালে জড়ায়। কিন্তু এই গোলের পর আর খেলায় ফিরতে পারেনি সিটি৷’ডি’ গ্রুপের অন্য ম্যাচে জার্মানির বরুসিয়ার মুনশেনগ্ল্যাডব্যাখকে ৩-০ গোলে হারিয়েছে স্পেনের ক্লাব সেভিয়া।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 16, 2015 11:56 AM IST