অনুরাগের পদ কি এবার সামলাবেন মুকুল মুদগল ?
Last Updated:
এদিকে অনুরাগদের অপসারণের পর কারা সামলাবেন বোর্ড ? অনুরাগের পদে কি মুকুল মুদগল ?
#মুম্বই: ৪৪ মাস, ৯৩ টি শুনানি ৷ সবমিলিয়ে ১০০ কোটি। লোধার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা জিততে বোর্ডের খরচ। তার পরেও হেরে গেলেন অনুরাগ ঠাকুর এবং অজয় শিরকে। ভারতীয় ক্রিকেট বোর্ডে লোধার সুপারিশ বন্ধ করার জন্য গত দেড় বছরের বেশি সময়ে পাঁচ আইনজীবীকে কাজে লাগানো হয়েছিল। এরমধ্যে উল্লেখযোগ্যরা হলেন কপিল সিব্বল এবং মুকুল রোহতাগি। শেষ দুটি শুনানির জন্য আইনজীবীর পিছনে খরচ করা হয়েছে ১.৩ কোটি টাকা। তাতেও অবশ্য শেষ রক্ষা হয়নি। এদিকে বোর্ডের ওয়েবসাইট থেকেও মুছে দেওয়া হল অপসারিত প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর এবং অপসারিত সচিব অজয় শিরকের নাম।
এদিকে অনুরাগদের অপসারণের পর কারা সামলাবেন বোর্ড ? অনুরাগের পদে কি মুকুল মুদগল ? লোধা সুপারিশ মামলায় সুপ্রিম কোর্টের রায়ের পর অনেক নামই ঘোরাফেরা করছে। ওয়াকিবহাল মহলের মতে, তাঁদের মধ্যে এগিয়ে অবসরপ্রাপ্ত বিচারপতি মুকুল মুদগলই। ২০১৩ সালে আইপিএল ফিক্সিং মামলায় প্রথম বোর্ডের দুর্নীতি ফাঁস করেছিলেন তিনি। এরপর ভারতীয় বোর্ডে স্বচ্ছতার প্রশ্নে প্রথম মুদগলের নামই প্রস্তাব করেছিলেন লোধা কমিশনের প্রধান রাজেন্দ্র মাল লোধা। গত বছর দিল্লি হাইকোর্টের নির্দেশে মুদগল ছিলেন আইসিসি টি-টোয়েন্টি এবং আইপিএলের অন্যতম পর্যবেক্ষক। ১৯ জানুয়ারি সুপ্রিম কোর্টে নতুন প্যানেলের নাম জমা পড়বে। তার আগে বাকিদের থেকে খানিকটা এগিয়েই রইলেন মুদগল।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 04, 2017 5:25 PM IST