`গার্লফ্রেন্ডকে ছাড়তে হবে', আর্জেন্টিনার স্ট্রাইকারের বান্ধবীর বিরুদ্ধে পিটিশন দায়ের ভক্তদের!

Last Updated:

Julian Alvarez supporters in social media gets 12000 signature petitions against his girlfriend Emilia Ferrero. গার্লফ্রেন্ডকে ছাড়তে হবে, আর্জেন্টিনার স্ট্রাইকারের বান্ধবীর বিরুদ্ধে পিটিশন দায়ের ভক্তদের!

আর্জেন্টাইন স্ট্রাইকারের গার্লফ্রেন্ডকে গালাগালি নেট মাধ্যমে
আর্জেন্টাইন স্ট্রাইকারের গার্লফ্রেন্ডকে গালাগালি নেট মাধ্যমে
#রোজারিও: তিনি শুধু আর্জেন্টিনা নয়, আগামী দিনে বিশ্ব ফুটবলের সেরা স্ট্রাইকার হতে চলেছেন তাতে সন্দেহ নেই। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার সবচেয়ে বড় আবিষ্কার সম্ভবত হুলিয়ান আলভারেজ। লাওতারো মার্তিনেজের ছন্দহীনতায় বিশ্বকাপে সুযোগ পেয়েই জ্বলে ওঠেন এই ফরোয়ার্ড। মাত্র ২২ বছর বয়সেই বড় মঞ্চে নিজেকে চিনিয়েছেন এই তরুণ।
গুরুত্বপূর্ণ ম্যাচে দলের প্রয়োজনেও আলভারেজ অবদান রেখেছেন। টুর্নামেন্টে তাঁর কাছ থেকে এসেছে ৪ গোল। যেখানে ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রায় মাঝমাঠ থেকে দৌড়ে গিয়ে করা তাঁর গোলটি অনেক দিন মনে রাখার মতোই। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে দারুণ ভূমিকা রাখায় তাঁর ভক্তের সংখ্যাও বেড়েছে তরতর করে।
আরও পড়ুন - বাংলাদেশ থেকে ফেরার পথে খোয়া গেল সিরাজের ব্যাগ! গুরুত্বপূর্ণ নথি হারিয়ে চিন্তায় পেসার
তবে বিশ্বকাপজয়ী এই তারকাকে এখন পড়তে হচ্ছে খ্যাতির বিড়ম্বনায়। সেটা অবশ্য নিজের কারণে নয়, প্রেমিকার কারণে। আলভারেজের ভক্তদের তাঁর বান্ধবী এমিলিয়া ফেরেরোকে একেবারেই পছন্দই হয়নি। এমিলিয়ার আচরণ নিয়ে আপত্তি জানিয়েছেন অনেকে। ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে একজোট হয়ে আলভারেজকে প্রেমিকাকে ছাড়ার জন্য চাপও দিচ্ছেন ভক্তরা।
advertisement
advertisement
এমনকি এমিলিয়ার সঙ্গে আলভারেজের বিচ্ছেদ দাবি করে তাঁর ভক্তরা একটি পিটিশনও করেছেন। চেঞ্জ ডট অর্গ নামে পেজে হুলিয়ান, ব্রেকআপ উইথ ম্যারি জেন (এমিলিয়াকে দেওয়া ভক্তদের নাম) শিরোনামে করা পিটিশনে এরই মধ্যে ১২ হাজারের বেশি দর্শক সইও করেছেন। আলভারেজের প্রেমিকা এমিলিয়াকে নিয়ে বিতর্কের শুরু মূলত একটি ভিডিওকে কেন্দ্র করে।
advertisement
যেখানে একদল শিশু আলভারেজের কাছে অটোগ্রাফের আবদার নিয়ে আসে। তবে অটোগ্রাফ দেওয়ার বদলে এমিলিয়া তাদের কেবল দলগত ছবি তুলতে দিয়েছিলেন, যা কিনা ভক্তদের একেবারেই পছন্দ হয়নি। আর এরপরই এমিলিয়াকে ছেড়ে দেওয়ার দাবি জানিয়ে একজোট হয়েছেন আলভারেজের ভক্তরা। এই নিয়ে অবশ্য আর্জেন্টিনার তরুণ স্ট্রাইকার রাতের ঘুম নষ্ট করবেন এমনটা ভাবার কারণ নেই।
বাংলা খবর/ খবর/খেলা/
`গার্লফ্রেন্ডকে ছাড়তে হবে', আর্জেন্টিনার স্ট্রাইকারের বান্ধবীর বিরুদ্ধে পিটিশন দায়ের ভক্তদের!
Next Article
advertisement
Burdwan News: চেক জাল করে বর্ধমান পুরসভার দেড় কোটি গায়েব, শেষে পুলিশের জালে কে?
চেক জাল করে বর্ধমান পুরসভার দেড় কোটি গায়েব, শেষে পুলিশের জালে কে?
  • চেকের মাধ্যমে বর্ধমান পৌরসভার অ্যাকাউন্ট থেকে প্রায় দেড় কোটি টাকা উধাও হয়ে যাওয়ার ঘটনায় বিরাট মোড়। এই ঘটনায় পুরসভারই হিসাব রক্ষক সমীররঞ্জন মুখোপাধ্যায়কে গ্রেফতার করল মহারাষ্ট্র পুলিশ। 

VIEW MORE
advertisement
advertisement