হোম /খবর /খেলা /
IND VS ENG: বড় ধাক্কা খেল ইংল্যান্ড, দ্বিতীয় টেস্টে নেই আর্চার

IND VS ENG: বড় ধাক্কা খেল ইংল্যান্ড, দ্বিতীয় টেস্টে নেই আর্চার

Jofra Archer will miss the second Test against India in Chennai

Jofra Archer will miss the second Test against India in Chennai

ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নামার আগেই বড় ধাক্কা খেল ইংল্যান্ড৷ চোটের জন্য দল থেকে ছিটকে গেলেন জোফ্রা আর্চার (Jofra Archer)

  • Last Updated :
  • Share this:

#চেন্নাই: ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নামার আগেই বড় ধাক্কা খেল ইংল্যান্ড৷ চোটের জন্য দল থেকে ছিটকে গেলেন জোফ্রা আর্চার (Jofra Archer)৷ আগামী শনিবার থেকে চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে শুরু হতে চলা সিরিজের দ্বিতীয় টেস্টে এই ব্রিটিশ পেসারকে ছাড়াই খেলতে হবে জো রুটদের (Joe Root)৷ বৃহস্পতিবার রাতে এমনটাই বিবৃতি দিয়ে জানিয়ে দিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ECB)৷

এই চেন্নাইতেই প্রথম টেস্টে ভারতকে ২৭২ রানে হারিয়েছিল ইংল্যান্ড৷ সেই টেস্টে আর্চার চোটের জন্য ডান কনুইতে ইনজেকশন নেন৷ এরপর থেকেই তিনি অস্বাচ্ছন্দ্য বোধ করতে শুরু করেন৷ ইসিবি জানাচ্ছে যে, আর্চারকে পূর্বের কোনও চোট ভোগাচ্ছে না৷ ফলে তারা আশা করছে আর্চার দ্রুত সেরে উঠবেন এবং আহমেদাবাদে তৃতীয় টেস্টে খেলতে পারবেন তিনি৷

আর্চার প্রথম টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডের হয়ে দারুণ শুরুটা করেছিলেন৷ ভারতীয় ওপেনার রোহিত শর্মা (Rohit Sharma) ও শুভমান গিলকে (Shubman Gill) দ্রুত প্যাভিলিয়নে ফেরান৷ আর্চারের চোটের জন্য দ্বিতীয় টেস্টে ইংল্যান্ড জেমস অ্যান্ডারসনের (James Anderson) সঙ্গে সম্ভবত স্টুয়ার্ট ব্রডকে (Stuart Broad) নিয়েই প্রথম একাদশ সাজাবে৷ অন্যদিকে উইকেটকিপার জস বাটলারের (Jos Buttler) বদলে উইকেটের পিছনে আসতে পারেন বেন ফোকস (Ben Foakes)৷

দ্বিতীয় টেস্টে বিরাট কোহলি অ্যান্ড কোংকে জিততেই হবে৷ নাহলে বিশ্ব টেস্ট চ্যাম্মিয়নশিপের ফাইনালে খেলার যাবতীয় সম্ভাবনা প্রায় শেষ হয়ে যাবে ভারতের৷

Published by:Subhapam Saha
First published:

Tags: India vs england, Jofra Archer