#চেন্নাই: ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নামার আগেই বড় ধাক্কা খেল ইংল্যান্ড৷ চোটের জন্য দল থেকে ছিটকে গেলেন জোফ্রা আর্চার (Jofra Archer)৷ আগামী শনিবার থেকে চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে শুরু হতে চলা সিরিজের দ্বিতীয় টেস্টে এই ব্রিটিশ পেসারকে ছাড়াই খেলতে হবে জো রুটদের (Joe Root)৷ বৃহস্পতিবার রাতে এমনটাই বিবৃতি দিয়ে জানিয়ে দিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ECB)৷
We can confirm that @JofraArcher will miss the second Test against India in Chennai starting on Saturday after having an injection in his right elbow.
— England Cricket (@englandcricket) February 11, 2021
এই চেন্নাইতেই প্রথম টেস্টে ভারতকে ২৭২ রানে হারিয়েছিল ইংল্যান্ড৷ সেই টেস্টে আর্চার চোটের জন্য ডান কনুইতে ইনজেকশন নেন৷ এরপর থেকেই তিনি অস্বাচ্ছন্দ্য বোধ করতে শুরু করেন৷ ইসিবি জানাচ্ছে যে, আর্চারকে পূর্বের কোনও চোট ভোগাচ্ছে না৷ ফলে তারা আশা করছে আর্চার দ্রুত সেরে উঠবেন এবং আহমেদাবাদে তৃতীয় টেস্টে খেলতে পারবেন তিনি৷
আর্চার প্রথম টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডের হয়ে দারুণ শুরুটা করেছিলেন৷ ভারতীয় ওপেনার রোহিত শর্মা (Rohit Sharma) ও শুভমান গিলকে (Shubman Gill) দ্রুত প্যাভিলিয়নে ফেরান৷ আর্চারের চোটের জন্য দ্বিতীয় টেস্টে ইংল্যান্ড জেমস অ্যান্ডারসনের (James Anderson) সঙ্গে সম্ভবত স্টুয়ার্ট ব্রডকে (Stuart Broad) নিয়েই প্রথম একাদশ সাজাবে৷ অন্যদিকে উইকেটকিপার জস বাটলারের (Jos Buttler) বদলে উইকেটের পিছনে আসতে পারেন বেন ফোকস (Ben Foakes)৷
দ্বিতীয় টেস্টে বিরাট কোহলি অ্যান্ড কোংকে জিততেই হবে৷ নাহলে বিশ্ব টেস্ট চ্যাম্মিয়নশিপের ফাইনালে খেলার যাবতীয় সম্ভাবনা প্রায় শেষ হয়ে যাবে ভারতের৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: India vs england, Jofra Archer