IND vs ENG: ভারতের বিরুদ্ধে এমন রেকর্ড গড়লেন জো রুট, যা এর আগে বিশ্বের কোনও ব্যাটার পারেনি
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs ENG 3rd Test: লর্ডস টেস্টে ভারতের বিরুদ্ধে অনবদ্য ব্যাটিং করে আরও এক রেকর্ড নিজের নামে করলেন জো রুট। যা ক্রিকেট ইতিহাসে টেস্টে ভারতের বিরুদ্ধে কোনও ব্যাটার পারেননি, তাই করে দেখালেন ইংল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার।
লর্ডস টেস্টে ভারতের বিরুদ্ধে অনবদ্য ব্যাটিং করে আরও এক রেকর্ড নিজের নামে করলেন জো রুট। যা ক্রিকেট ইতিহাসে টেস্টে ভারতের বিরুদ্ধে কোনও ব্যাটার পারেননি, তাই করে দেখালেন ইংল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার। বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে ভারতের বিপক্ষে টেস্ট ক্রিকেটে ৩ হাজার রান করার মাইলস্টোন স্পর্শ করলেন জো রুট। ভারতের বিরুদ্ধে রুটের ব্যাট বছরের পর বছর কীভাবে কথা বলেছে এই রানই তার প্রমাণ।
লর্ডস টেস্টের প্রথম দিনে ইংল্যান্ড টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ভারতের বোলাররা দারুণ সূচনা করে, মাত্র ৪৪ রানের মধ্যে দুই উইকেট তুলে নেয়। তবে এরপর জো রুট এবং ওলি পোপ মিলে শতরানের পার্টনারশিপ গড়ে দলকে বিপদ থেকে টেনে তোলেন। অলি পোপ ৪৪ রান করে আউট হলেও রুট আরও একটি স্মরণীয় ইনিংস খেলেন ভারতের বিরুদ্ধে।
advertisement
এই ইনিংসেই রুট ভারতের বিরুদ্ধে নিজের ৩০০০ রানের মাইলফলক অতিক্রম করেন। এই রান করতে তাঁকে খেলতে হয়েছে ৩৩টি টেস্ট ম্যাচে মোট ৬০টি ইনিংস। ভারতের বিরুদ্ধে তাঁর গড় প্রায় ৫৫, এবং তিনি করেছেন ১০টি সেঞ্চুরি। এত ধারাবাহিক পারফরম্যান্সে রুট সচিন তেন্ডুলকরের রেকর্ডের কাছাকাছি পৌঁছে যাচ্ছেন বলেই মত বিশ্লেষকদের।
advertisement
advertisement
ভারতের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করার তালিকায় এখন রুট সবার উপরে। দ্বিতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং, যিনি ২৯ টেস্টে ২৫৫৫ রান করেছেন। এরপর রয়েছেন অ্যালিস্টার কুক (২৪৩১), স্টিভ স্মিথ (২৩৫৬), ক্লাইভ লয়েড (২৩৪৪), জাভেদ মিয়াঁদাদ (২২২৮), শিবনারায়ণ চন্দ্রপল (২১৭১) এবং মাইকেল ক্লার্ক (২০৪৯)। রুটের এই কীর্তি ক্রিকেটবিশ্বে অনন্য নজির হয়ে থাকল।
advertisement
প্রসঙ্গত, প্রথম দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ২৫১ রানে ৪ উইকেট। বাজবল ঘরানা থেকে বেরিয় এদিন ঠান্ডা মাথায় ব্যাট করেন ইংল্যান্ডের ব্যাটাররা। বিশেষ করে জো রুটের কথা আলাদ করে বলতেই হয়। দিনের শেষে তিনি ৯৯ ও বেন স্টোকস ৩৯ রানে অপরাজিত রয়েছেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 10, 2025 10:59 PM IST