Jio Cinema: নিজেদের রেকর্ডই চুরমার করল জিও-সিনেমা! সিএসকে-আরসিবি ম্যাচের ভিউয়ারশিপ পৌঁছল ২.৪ কোটিতে
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Jio Cinema Record: জিও-সিনেমায় ওই ম্যাচের ভিউয়ারশিপ ২৪ মিলিয়ন অতিক্রম করে গিয়েছে। আর আইপিএল ২০২৩-এর চলতি মরশুমে জিও সিনেমার অনলাইন লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্মে এটাই সর্বোচ্চ ভিউয়ারশিপ।
কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরু হওয়ার সময় থেকেই ভিউয়ারশিপের নিরিখে একের পর এক রেকর্ড গড়ছিল জিও সিনেমা। তবে নিজেদের আগের গড়া সেই সমস্ত রেকর্ডই ভেঙে চুরমার করে দিল তারা। আসলে সোমবার অর্থাৎ ১৭ এপ্রিল ছিল চেন্নাই সুপার কিংস (সিএসকে) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) ম্যাচ। জিও-সিনেমায় ওই ম্যাচের ভিউয়ারশিপ ২৪ মিলিয়ন অতিক্রম করে গিয়েছে। আর আইপিএল ২০২৩-এর চলতি মরশুমে জিও সিনেমার অনলাইন লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্মে এটাই সর্বোচ্চ ভিউয়ারশিপ।
এর আগে গত ১২ এপ্রিলের ম্যাচে ভিউয়ারের সংখ্যা পৌঁছেছিল ২২ মিলিয়নে। গতকাল, সোমবারের ম্যাচের দ্বিতীয় ইনিংসেই ভিউয়ার ছিল ২৪ মিলিয়ন। ম্যাচটি ৮ রানে জিতে যায় চেন্নাই।
advertisement
চলতি মরশুমের আইপিএল-এর সম্প্রচারের জন্য টেলিভিশন এবং ডিজিটাল ব্রডকাস্টিং-এর অনুমতি বিভিন্ন সংস্থার হাতে দিয়েছিল বিসিসিআই। আর স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে যে, ডিজিটাল প্ল্যাটফর্ম সরাসরি উপকৃত হচ্ছে। জিও-সিনেমা বিনামূল্যে আইপিএল ম্যাচ স্ট্রিমিং করছে। যার ফলে ডিজিটাল প্ল্যাটফর্মে আইপিএল ভিউয়ারশিপ আরও জোরদার হয়েছে।
advertisement
২০১৯ মরশুমের আইপিএল-এর ফাইনাল ম্যাচে ডিজনি হটস্টার সর্বোচ্চ ভিউয়ারশিপের সাক্ষী হয়েছে। সেই ম্যাচের সময় ভিউ হয়েছিল প্রায় ১৮.৬ মিলিয়ন। আইপিএল বর্তমানে লিগ পর্যায়ে রয়েছে। আর এখনও পর্যন্ত জিও সিনেমা সমস্ত পূর্ব রেকর্ড এমনকী, নিজেদের গড়া আগের রেকর্ডও ভেঙে চুরমার করে দিয়েছে। আর আইপিএল যত চূড়ান্ত পর্যায়ের দিকে এগোবে, জিও-সিনেমার ভিউয়ারশিপও বাড়তে থাকবে। আর তা নতুন ভাবে সর্বোচ্চ স্তরের রেকর্ড গড়তে সক্ষম হবে। ওই সংস্থার দাবি, লক্ষ লক্ষ নতুন ভিউয়ার স্ট্রিমিং অ্যাপের মাধ্যমে প্রতিদিন আইপিএল দেখছে।
advertisement
শুধু ভিউয়ারশিপেই নয়, স্পনসর এবং বিজ্ঞাপনদাতাদের ক্ষেত্রেও রেকর্ড গড়ছে জিও-সিনেমা। যার জেরে শীর্ষস্থানীয় গ্লোবাল এবং ভারতীয় ব্র্যান্ডও জিও-সিনেমার দিকে ঝুঁকছে। আর টেলিভিশনকে পিছনে ফেলে জিও-সিনেমা ২৩টি প্রধান স্পনসরের সঙ্গে টাই-আপ করেছে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
April 18, 2023 12:48 PM IST