দিল্লি: দিল্লি ক্যাপিটালসকে ৭ উইকেটে হারিয়ে প্রথমবারের মহিলা আইপিএল জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। ব্যাটে ও বলে টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স করেছে মুম্বইয়ের মেয়েরা। প্রথমে ব্যাট করে বড় রান যেমন তুলেছে তারা, তেমনই দলের বোলাররা বিপক্ষকে কম রানের মধ্যে সীমাবদ্ধ রাখতে পেরেছে। লিগ পর্যায়ে ৮ টি ম্যাচের মধ্যে ৬ টিতে জিতে শুধুমাত্র রান রেটে সামান্য পিছিয়ে থাকার কারণে দিল্লি ক্যাপিটালস এর পর দ্বিতীয় স্থানে শেষ করে মুম্বই।
ভারতীয় মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কউরকেই মুম্বই ইন্ডিয়ান্স এর অধিনায়ক করা হয়। আন্তর্জাতিক ম্যাচে দীর্ঘদিন ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতার প্রতিফলন প্রথমবারের মহিলা আইপিএলে পাওয়া গেছে। তার সুফল পুরোপুরি পেয়েছে মুম্বই ইন্ডিয়ান্স, লিগ পর্যায়ে, নক আউট পর্যায়েও।
বোলার পরিবর্তন, ফিল্ডিং পরিবর্তন এর বিষয়ে সঠিক সময়ে তার সঠিক সিদ্ধান্ত দলের সাফল্য এনে দিয়েছে। এবারের আইপিএলে সেরা ৫ ব্যাটারের মধ্যে তিনজনই মুম্বইয়ের। সেরা ব্যাটারদের মধ্যে দ্বিতীয় স্থানে ইংল্যান্ডের ন্যাট স্কিভার, চতুর্থ স্থানে ভারতের হরমনপ্রীত কউর ও পঞ্চম স্থানে ওয়েস্ট ইন্ডিজের হাইলি ম্যাথিউজ ছিলেন।
১০ ম্যাচে ৬৬ এর বেশি ব্যাটিং গড়ে ৩৩২ রান করেছেন স্কিভার। ১০ ম্যাচে ৪০ এর সামান্য বেশি গড়ে করেছেন ২৮১ রান। হেইলি ম্যাথিউজ করেছেন ১০ ম্যাচে ২৭১ রান। অন্যদিকে, টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহকও ম্যাথিউজ। ১০ ম্যাচে ৬ এর কম ওভারপিছু রান দিয়ে ১৬ উইকেট নিয়েছেন তিনি। অন্যদিকে, এমেলিয়া কের, ইসি ইয়ং ও সাইকা ঈশাক তিনজনেই ১৫ টি করে উইকেট নিয়ে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন।
CHAMPIONS 🏆💯@mipaltan, I'm so proud of every single one of you for your hard work, dedication & incessant passion for the game. It has been an honor to serve as the mentor & bowling coach. Only upwards now 🆙#WPL #WPLFinal #MumbaiIndians #WPL2023Final #MIvsDC pic.twitter.com/8mkd38YwH1
— Jhulan Goswami (@JhulanG10) March 26, 2023
তবে মুম্বইয়ের চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যে অন্যতম অবদান অবশ্যই বাংলার ঝুলন গোস্বামীর। ঝুলন মুম্বইয়ের বোলিং কোচ ছিলেন। দিল্লি ক্যাপিটালস এর বোলিং কোচ হওয়ার সৌরভ গাঙ্গুলির অফার তিনি প্রত্যাখ্যান করেই মুম্বইতে যান। বোলিং কোচ হিসেবে তার প্রথম এসাইনমেন্ট এই দারুন ভাবে সফল হলেন ঝুলন।
আন্তর্জাতিক ক্রিকেটে ৩৫৫টি উইকেটের মালিক ঝুলন। মেয়েদের ক্রিকেটে তিনিই সব থেকে বেশি উইকেটের মালিক। তার দক্ষ কোচিং এই ১০ টি ম্যাচের মধ্যে ৪ টি ম্যাচেই বিপক্ষ দলকে অলআউট করে দিয়েছে মুম্বই এর বোলাররা। ফাইনাল সহ একটি লিগ ম্যাচে ৯ উইকেট তুলে নিয়েছে বিপক্ষের দলের। তাই মুম্বই ইন্ডিয়ান্স এর প্রথম মহিলা আইপিএল জয় এর কৃতিত্ব যতটা হরমনপ্রীত, ন্যাট স্কিভারের ততটাই ঝুলনেরও।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jhulan Goswami, Sourav Ganguly, Wpl 2023