Jemimah Rodrigues: 'প্রায় প্রতিদিনই কাঁদতাম'! ঐতিহাসিক ইনিংসের পর নিজের মানসিক কষ্টের জানালেন জেমাইমা

Last Updated:

Jemimah Rodrigues: অস্ট্রেলিয়ার বিপক্ষে রেকর্ড রান তাড়া করে ভারতীয় মহিলা ক্রিকেট দল বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে। ঐতিহাসিক ইনিংস ইনিংস খেলেছেন জেমাইমা রড্রিগেজ।

News18
News18
অস্ট্রেলিয়ার বিপক্ষে রেকর্ড রান তাড়া করে ভারতীয় মহিলা ক্রিকেট দল বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে। দলের এই ঐতিহাসিক জয়ের বড় ভূমিকা পালন করেছে জেমাইমা রড্রিগেজ, যিনি ১৩৪ বলে অপরাজিত ১২৭ রানের অনবদ্য ইনিংস খেলে ভারতকে ৫ উইকেটে জয় এনে দেন। অধিনায়ক হরমানপ্রীত কউরও খেলেছেন ৮৮ বলে ৮৯ রানের অধিনায়কোচিত ইনিংস, যা ভারতের জয়ে বড় ভূমিকা রাখে।
৩৩৯ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ভারত কিছুটা চাপে পড়ে, তবে তৃতীয় উইকেটে জেমাইমা ও হরমনপ্রীতের ১৬৭ রানের জুটি দলকে জয়ের পথে ফেরায়। দুই ব্যাটারের দুর্দান্ত পারফরম্যান্সে ভারত ৪৮.৩ ওভারে ৫ উইকেটে ৩৪১ রান তুলে নেয়, যা মহিলা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ রানচেজ করার রেকর্ড। এই জয়ের মাধ্যমে ভারত শেষ দুই আসর ধরে অপরাজিত থাকা অস্ট্রেলিয়ার ১৫ ম্যাচের জয়রথ থামিয়ে দেয়।
advertisement
ম্যাচ শেষে চোখের জল বাঁধ মানেনি জেমাইমা রড্রিগেজের। তিনি বলেন, “গত কয়েক মাস আমার জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। ফর্ম হারিয়ে ফেলেছিলাম, দল থেকে বাদ পড়েছিলাম, মানসিকভাবে ভালো ছিলাম না, উদ্বেগে ভুগছিলাম। কিন্তু ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখেছিলাম। বাইবেলের একটি আয়াত আমাকে শক্তি দিয়েছে—‘শান্ত থেকো, ঈশ্বর তোমার হয়ে যুদ্ধ করবেন।’ শেষ পর্যন্ত তিনি-ই আমার হয়ে লড়েছেন।”
advertisement
advertisement
এই ইনিংস ছিল রড্রিগেজের কেরিয়ারের তৃতীয় সেঞ্চুরি এবং প্রথম বিশ্বকাপ সেঞ্চুরি। কঠিন পরিস্থিতিতে তার শান্ত স্বভাব ও দৃঢ় মানসিকতা দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে যায়। তার এই ইনিংস শুধু পরিসংখ্যানের নয়, মানসিক দৃঢ়তারও প্রতীক হয়ে থাকবে। রড্রিগেজ ও হরমনপ্রীতের জুটি দলকে আত্মবিশ্বাস দিয়েছে ফাইনালের লড়াইয়ে। এখন গোটা ভারত তাকিয়ে আছে ভারতের প্রথম বিশ্বজয়ের দিকে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Jemimah Rodrigues: 'প্রায় প্রতিদিনই কাঁদতাম'! ঐতিহাসিক ইনিংসের পর নিজের মানসিক কষ্টের জানালেন জেমাইমা
Next Article
advertisement
Jemimah Rodrigues: ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি, স্বপ্নের মতো মনে হচ্ছে...!’ ফাইনালে উঠে আবেগ্রপ্রবণ জেমাইমা
‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি, স্বপ্নের মতো মনে হচ্ছে...!’: জেমাইমা
  • ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি’

  • স্বপ্নের মতো মনে হচ্ছে...

  • অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠার পর আবেগপ্রবণ জেমাইমা

VIEW MORE
advertisement
advertisement