corona virus btn
corona virus btn
Loading

মহিলা নিরাপত্তা রক্ষীর সঙ্গে জমিয়ে নাচলেন ভারতীয় মহিলা ক্রিকেটার ! দেখুন ভিডিও

মহিলা নিরাপত্তা রক্ষীর সঙ্গে জমিয়ে নাচলেন ভারতীয় মহিলা ক্রিকেটার ! দেখুন ভিডিও
photo source twitter

জয়ের আনন্দ তো আছেই। সেই সঙ্গে ভারতীয় মহিলা ক্রিকেটারদের মধ্যে আছে অফুরান জীবনী শক্তি।

  • Share this:

#মুম্বই: টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মহিলাদের দুর্দান্ত দৌড় চলছেই। বৃহস্পতিবার রুদ্ধশ্বাস ম্যাচে নিউজিল্যান্ডকে ৩ রানে হারিয়ে হরমনপ্রীতরা পৌঁছে গেলেন টুর্নামেন্টের সেমিফাইনালে। এ নিয়ে বিশ্বকাপে টানা তিনটি ম্যাচ জিতল ভারত। অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিলেন স্মৃতি মান্ধানা-শেফালি ভার্মারা। সেই খেলার দাপট সমানে চলছে।

তবে জয়ের আনন্দ তো আছেই। সেই সঙ্গে ভারতীয় মহিলা ক্রিকেটারদের মধ্যে আছে অফুরান জীবনী শক্তি। তাঁরা যেমন দাপিয়ে খেলতে পারে। তেমনই পারে  জীবনকে উপভোগ করতে। না হলে এমন তেজ আসবেই বা কোথা থেকে। সম্প্রতি জেমাইমা রদ্রিগেজ যা করলেন তাতে আনন্দে মেতে উঠেছে নেটিজেনরা। বলিউডের অভিনেতা কার্তিক আরিয়ান একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে কার্তিক ও সারা অভিনীত ছবি 'লাভ আজ কাল'-এর গান 'হা ম্যায় গলত হু'-তে তালে তাল মিলিয়ে নেচে উঠলেন এই ক্রিকেটার। আইসিসি ম্যাচের আগেই মহিলা সিকিউরিটি গার্ডের সঙ্গে জমিয়ে নাচলেন তিনি। তাঁর এই নাচ এখন ভাইরাল। কার্তিক তাঁর ট্যুইটারে লিখেছেন, " আমার পছন্দের খেলোয়াড় তুমি। কাপ নিয়ে এস ঘরে।" এই ভিডিও এখন ভাইরাল।

First published: February 27, 2020, 7:08 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर