রঞ্জি ফাইনালে বাংলাকে জব্দ করতে ফিরছেন জয়দেব ! সৌরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধ চান মনোজরা
- Published by:Rohan Chowdhury
Last Updated:
Jaydev Unadkat has been released by Indian cricket team for Ranji Final against Bengal. রঞ্জি ফাইনালে বাংলাকে জব্দ করতে ফিরছেন জয়দেব ! সৌরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধ চান মনোজরা
বেঙ্গালুরু: ঘরোয়া ক্রিকেটের সেরা টুর্নামেন্ট অর্থাৎ রঞ্জি ট্রফিতে তিন বছর পর ফাইনালে উঠেছে বাংলা। সেমিফাইনালে গতবারের চ্যাম্পিয়ন মধ্যপ্রদেশকে বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে তারা। ফাইনাল খেলা হবে ইডেনে। আগামী বৃহস্পতিবার থেকে শুরু ফাইনাল। উল্টোদিকে বাংলার মুখোমুখি তিন বছর আগের চ্যাম্পিয়ন সৌরাষ্ট্র।
২০২৯-২০২০ সালে যাদের কাছে ফাইনালে প্রথম ইনিংসে পিছিয়ে থাকার কারণে হেরে যেতে হয়েছিল বাংলাকে। এবার আবার সুযোগ বাংলার প্রতিশোধ নেওয়ার। আজ কর্নাটকে চার উইকেটে হারিয়ে দিয়েছে সৌরাষ্ট্র। ডবল সেঞ্চুরি করে ম্যাচের সেরা হয়েছেন অর্পিত ভাসাভাদা। তবে ভারতীয় টেস্ট দলের সঙ্গে থাকা জয়দেব উনাদকাটকে রিলিজ দিয়েছে বিসিসিআই।
NEWS - Jaydev Unadkat released from India’s squad for 2nd Test to take part in the finals of the Ranji Trophy. More details here - https://t.co/pndC6zTeKC #TeamIndia pic.twitter.com/8yPcvi1PQl
— BCCI (@BCCI) February 12, 2023
advertisement
advertisement
রঞ্জি ফাইনাল খেলার জন্য জয়দেব ফিরছেন সৌরাষ্ট্র ফলে। তিন বছর আগে যেবার তারা চ্যাম্পিয়ন হয়েছিল রঞ্জি ট্রফি, সেবার বল হাতে জয়দেব দশ ম্যাচে ৬৭ উইকেট নিয়েছিলেন। বাঁহাতি পেসার বাংলার বিরুদ্ধে কতটা সফল হতে পারেন সেটা সময় বলবে। কিন্তু জয়দেবের ফিরে আসার কারণে বাংলার বিরুদ্ধে সৌরাষ্ট্র অনেকটা বেশি আত্মবিশ্বাস নিয়ে নামবে সন্দেহ নেই।
advertisement
এদিকে বাংলার কোচ লক্ষ্মীরতন মনে করেন তারা অতীত ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েছেন। তাই ফাইনালে উঠেই সন্তুষ্ট হতে নারাজ। এবার লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। আজ পর্যন্ত একবারই ১৯৮৯ রঞ্জি চ্যাম্পিয়ন হয়েছিল বাংলা। তারপর থেকে কাছাকাছি গিয়ে বারবার ফিরে আসতে হয়েছে। বহু অপেক্ষা হয়েছে। ৩৩ বছরের অপেক্ষা শেষ করতে মরিয়া বাংলা ক্রিকেট দল। তাই জয়দেব নিয়ে না ভেবে নিজেদের স্বাভাবিক খেলা তুলে ধরতে চায় তারা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 12, 2023 6:58 PM IST