ভারতের আতিথেয়তার প্রশংসা করে বিপাকে আফ্রিদি
Last Updated:
ভারতের আতিথেয়তার প্রশংসা করে টি-২০ বিশ্বকাপের আগে বিপাকে শাহিদ আফ্রিদি ৷ পাকিস্তানের থেকেও বেশি ভালোবাসা পাই ভারতে ৷ সম্প্রতি ইডেন গার্ডেনসে এমনই মন্তব্য করেছিলেন পাক অধিনায়ক ৷ আর এরপর থেকেই তীব্র সামালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে ৷ সোমবার আফ্রিদির ‘দেশবিরোধী’ মন্তব্যের তীব্র নিন্দা করেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক জাভেদ মিঁয়াদাদ ৷ একটি নিউজ চ্যানেলে আফ্রিদিকে কটাক্ষ করে তিনি বলেন এরকম কথা বলার জন্য লজ্জা হওয়া উচিত এই ক্রিকেটারদের।
#ইসলামাবাদ: ভারতের আতিথেয়তার প্রশংসা করে টি-২০ বিশ্বকাপের আগে বিপাকে শাহিদ আফ্রিদি ৷ পাকিস্তানের থেকেও বেশি ভালোবাসা পাই ভারতে ৷ সম্প্রতি ইডেন গার্ডেনসে এমনই মন্তব্য করেছিলেন পাক অধিনায়ক ৷ আর এরপর থেকেই তীব্র সামালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে ৷ সোমবার আফ্রিদির ‘দেশবিরোধী’ মন্তব্যের তীব্র নিন্দা করেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক জাভেদ মিঁয়াদাদ ৷ একটি নিউজ চ্যানেলে আফ্রিদিকে কটাক্ষ করে তিনি বলেন এরকম কথা বলার জন্য লজ্জা হওয়া উচিত এই ক্রিকেটারদের।
টি-২০ বিশ্বকাপ খেলার জন্য রবিবার কলকাতায় পা রাখার পর সাংবাদিক সম্মেলনে নিরাপত্তার জন্য ভারত সরকারকে একপ্রস্থ ধন্যবাদ জানাতে ভোলেননি আরও এক পাক ক্রিকেটার শোয়েব মালিকও। মিঁয়াদাদ জানান, পাক দল ভারতে খেলতে গিয়েছে ৷ তবে তার মানে এই নয় যে পাক ক্রিকেটারদের ভারতকে তোষামোদ করতে হবে ৷
আফ্রিদিকে কটাক্ষ করে মিঁয়াদাদ প্রশ্ন করেন, ‘ভারতবাসীরা আমাদের কী দিয়েছে ? ভারতে থেকে সত্যিটা বলুন ৷ গত পাঁচ বছরে ওরা পাকিস্তান ক্রিকেটকে কী দিয়েছে ? পাকিস্তানের হয়ে এতদিন খেলার পর এমন মন্তব্য পাক ক্রিকেটারদের মুখে শুনে আমি হতবাক এবং দুঃখিত ৷’ ১২৪টি টেস্ট খেলা খ্যাতনামা এই ব্যাটসম্যান আরও বলেন পাকিস্তান ক্রিকেট কর্তৃপক্ষের এই বিষয়টি খুঁটিয়ে দেখা উচিত ৷ ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে ক্রিকেটারদের স্পেশাল মিডিয়া প্রশিক্ষণ দেওয়া উচিত ৷ ক্রিকেট টিমের কাজ হচ্ছে খেলা, এরকম অবাঞ্চিত মন্তব্য করা নয় ৷
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 14, 2016 6:13 PM IST