IND vs ENG: রাঁচিতে দলের সঙ্গে নেই জসপ্রীত বুমরাহ! কোথায় গেলেন তারকা পেসার
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India vs England 4th Test:মঙ্গলবার বিকেলে রাঁচিতে পৌছায় ভারতীয় দল। কিন্তু দলের অন্যান্য পেসারদের দেখা গেলেও দেখা মেলেনি তারকা পেসার জসপ্রীত বুমরাহের। ফলে হঠাৎ বুমরাহ কোথায় গেলেন তা নিয়ে শুরু হয় জল্পনা।
রাঁচি: ৪৩৪ রানের রেকর্ড ব্যবধানে রাজকোট টেস্ট জিতে ৫ ম্য়াচেল সিরিজে ২-১ লিড নিয়েছে টিম ইন্ডিয়া। আগামী শুক্রবার থেকে রাঁচিতে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট। মঙ্গলবার বিকেলে রাঁচিতে পৌছায় ভারতীয় দল। কিন্তু দলের অন্যান্য পেসারদের দেখা গেলেও দেখা মেলেনি তারকা পেসার জসপ্রীত বুমরাহের। ফলে হঠাৎ বুমরাহ কোথায় গেলেন তা নিয়ে শুরু হয় জল্পনা।
ভারতীয় দল রাঁচিতে নামার একটি ভিডিও সামনে এসেছে। সেখানে দেখা গিয়েছে দলের সঙ্গে রয়েছেন দুই পেসার মহম্মদ সিরাজ ও আকাশ দীপ। কিন্তু নেই জসপ্রীত বুমরাহ। যদিও তৃতীয় ম্যাচর পর থেকেই শোনা যাচ্ছিল চতুর্থ ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে বুমরাহকে। তিনি রাঁচি না আসায় সেই খবরেই শিলমোহর পড়ল। সূত্রের খবর, পরিবারের সঙ্গে সময় কাটিয়ে পঞ্চম টেস্টে দলের সঙ্গে যোগ দেবেন বুমরাহ।
advertisement
ওয়ার্ক লোড ম্যানেজমেন্টের জন্যই বুমরাহকে চতুর্থ টেস্ট থেকে বিশ্রাম দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। তিনটি ম্যাচ মিলিয়ে বুমরাহ ৮০.৫ ওভার বোলিং করেছেন তারকা পেসার। ১৩.৬৫-এর অনবদ্য গড়ে ১৭টি উইকেট নিয়েছেন। এত ওভার হয়ে যাওয়া ৩ টেস্টে কোনও ভারতীয় পেসার বল করেনি। সেই কারণেই বুনরাহকে চতুর্থ টেস্টে বিশ্রাম দেওয়া হয়ে থাকতে পারে।
advertisement
advertisement
Mohammed Siraj and Akash Deep were the only two Indian seamers who were spotted at Ranchi airport moments back. Both India and England reached via private charter.
JASPRIT BUMRAH DOESN’T LAND WITH TEAM IN RANCHI pic.twitter.com/ffYkc8KpkA
— Sahil Malhotra (@Sahil_Malhotra1) February 20, 2024
advertisement
জসপ্রীত বুমরাহ না থাকায় রাঁচি টেস্টে ভারতীয় পেস অ্যাটাকের দায়িত্ব কে সামলাবেন সেই জল্পনায় এখন ঘোরা-ফেরা করছে ক্রিকেট প্রেমিদের মনে। বিমান বন্দরে মহম্মদ সিরাজের সঙ্গে দেখা গিয়েছে আকাশ দীপকে। চতুর্থ টেস্টে দলে ছিলেন না মুকেশ কুমার। ইজেনে রঞ্জি ম্যাচে ৫০ রানে ১০ উইকেট নিয়ে কেরিয়ারের বেস্ট দিয়েছেন। ফলে মনে করা হচ্ছে রাঁচি সিরাজের সঙ্গে দুই বঙ্গ পেসারের যে কোও একজনই সঙ্গী হতে চলেছেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 20, 2024 6:57 PM IST