Jasprit Bumrah: বুমরাহ ফিরবেন রাজার মতো, আগুনে গতির বল করলেন নেটে! দেখুন ভিডিও

Last Updated:

ফের চোট পেলেন জসপ্রীত বুমরাহ। সূত্রের খবর, রবিবার বেঙ্গালুরুতে অনুশীলন ম্যাচের পর নেটে বল করছিলেন ভারতের তারকা পেসার

বুমরাহর বল সামলাতে হিমশিম ব্যাটসম্যানরা
বুমরাহর বল সামলাতে হিমশিম ব্যাটসম্যানরা
বেঙ্গালুরু: রবিবার সকাল পর্যন্ত বুমরাহকে নিয়ে আশায় বুক বাঁধছিলেন ভারতীয় সমর্থকরা। গত বৃহস্পতিবার বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছিলেন যে পুরো ফিট হয়ে উঠেছেন বুমরাহ। তারপর রবিবার আলুরে প্রস্তুতি ম্যাচে পুরো ১০ ওভার বল করেন। ৩৪ রান দিয়ে দুই উইকেট পান। দুটি মেডেন ওভারও করেন। কিন্তু ফের চোট পেলেন জসপ্রীত বুমরাহ। সূত্রের খবর, রবিবার বেঙ্গালুরুতে অনুশীলন ম্যাচের পর নেটে বল করছিলেন ভারতের তারকা পেসার।
সেইসময় ফের চোট লাগে। প্রাথমিকভাবে অনুমান, বুমরাহের হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে। চোট কতটা গুরুতর, তা এখনও স্পষ্ট নয়। কিন্তু বুমরাহ নতুন করে চোট পাওয়ায় উদ্বেগ বেড়েছে। চোট যদি গুরুতর হয়, তাহলে ভারতীয় তারকা পেসারের পক্ষে ৫০ ওভারের বিশ্বকাপ খেলা কার্যত অসম্ভব হয়ে উঠবে। কারণ অগস্ট প্রায় শুরু হতে চলল। বিশ্বকাপ শুরু হবে আগামী অক্টোবরে।
advertisement
advertisement
দু’মাসের মধ্যে চোট সারিয়ে ম্যাচ ফিট হয়ে বুমরাহ আদৌও বিশ্বকাপে নামতে পারবেন কিনা, তা নিয়ে আশঙ্কার কালো মেঘ। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী ভয়ের কিছু নেই। বেঙ্গালুরর আলুরে মুম্বইয়ের সিনিয়র ব্যাটসম্যানদের বিরুদ্ধে পুরোদমে বল করলেন। ১৩৫ থেকে ১৪০ কিলোমিটার গতিতে বল করছেন ভারতের তারকা পেসার।
advertisement
ভিডিওতে দেখা যাচ্ছে বেশ কয়েকবার ব্যাটসম্যানদের বোকা বানাচ্ছেন গতির তারতম্য ঘটিয়ে। আশা করা যায় আয়ারল্যান্ড এবং তারপর এশিয়া কাপে খেলবেন তিনি। এদিকে ভারতের প্রাক্তন বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব জানিয়েছেন প্লেয়ারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ঠিক করে করতে পারছে কিনা বিসিসিআই সেটা নিয়ে ধারণা নেই তার।
অল্প চোট লাগলেই একদিন ক্রিকেটার দেশের হয়ে খেলেন না, অথচ একই রকম চোট নিয়ে আইপিএল খেলছেন। কপিল মনে করেন বিসিসিআইয়ের মনে রাখা উচিত ভারতীয় দলের জন্য আইপিএল হয়েছে। আইপিএলকে দেখে ভারতীয় ক্রিকেট হয়নি।
বাংলা খবর/ খবর/খেলা/
Jasprit Bumrah: বুমরাহ ফিরবেন রাজার মতো, আগুনে গতির বল করলেন নেটে! দেখুন ভিডিও
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement