• Home
 • »
 • News
 • »
 • sports
 • »
 • JASPREET BUMRAH FACES WRATH OF CRICKET FANS AS INDIAN FAST BOWLER GOES WICKETLESS AGAINST NEW ZEALAND SS

Jaspreet Bumrah: ম্যাচে কোনও উইকেট পাননি, বুমরাহকে নিয়ে মিম-জোকসে ভরিয়ে দিলেন নেটিজেনরা!

Tweeted by @itsroshanrai.

Bumrah Faces Wrath of Cricket Fans: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ একেবারেই ভাল যায়নি ভারতের একনম্বর বোলার জসপ্রীত বুমরাহের ৷

 • Share this:

  সাউদাম্পটন: বুধবার এজিস বোলে ষষ্ঠ দিনের খেলা শুরু করেছিলেন কোহলি এবং পূজারা ৷ প্রথম কিছুটা সময় তাঁদের ব্যাটিং দেখে বোঝা যায়নি, যে দিনের শেষে ভারত ম্যাচ হেরে মাঠ ছাড়বে ৷ জেমিসনের বলে অধিনায়ক কোহলি  আউট হতেই খারাপ সময় শুরু হয় ভারতের ৷  ১৭০ রানে শেষ হয় ভারতের দ্বিতীয় ইনিংস ৷ নিউজিল্যান্ডের সামনে টার্গেট দাঁড়ায় ৫৩ ওভারে ১৩৯ রানের ৷ যা মাত্র ২ উইকেট হারিয়েই তুলে নেন উইলিয়ামসনরা ৷

  বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ একেবারেই ভাল যায়নি ভারতের একনম্বর বোলার জসপ্রীত বুমরাহের কাছে ৷ প্রথম ইনিংসে ৫৭ রান দিয়ে কোনও উইকেট পাননি ৷ দ্বিতীয় ইনিংসেও ১০.৪ ওভার বল করে ৩৫ রান দিয়ে কোনও উইকেট পাননি বুমরাহ ৷ ভারতীয় সমর্থকরাও বুমরাহকে নিয়ে হাসি-ঠাট্টা শুরু করে দেন ৷ সোশ্যাল মিডিয়া ভরে যায় বুমরাহকে নিয়ে মিমে ৷ কেউ কেউ বলেন, ‘‘বুমরাহ হলেন সূর্য ৷ ইংল্যান্ডের মাঠে তিনি উজ্জ্বল নন...৷’’ আরেকজন লেখেন, ‘‘ মাঠে ইশান্ত এবং শামি উইকেট নেওয়া এবং সুইং নিয়ে আলোচনা করছেন ৷ বুমরাহ যা করছেন...’’

  ম্যাচে একবার জার্সি বিভ্রাটেও পড়তে দেখা যায় বুমরাহকেও ৷ পঞ্চম দিন নিউজিল্যান্ড তখন প্রথম ইনিংসে ব্যাট করছে। হঠাৎ বুমরাহকে দেখা যায়, যে জার্সি পরে বল করছেন, তার সামনে বড় বড় করে স্পনসরের নাম লেখা। এটা ভারতীয় দলের নিয়মিত জার্সি। যেহেতু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ আইসিসি আয়োজিত প্রতিযোগিতা, এখানে এই জার্সি পরে নামার নিয়ম নেই। আইসিসি-র টুর্নামেন্টে জার্সিতে দেশের নাম লেখা থাকাটা বাধ্যতামূলক ৷ নিজের ভুল বুঝতে পেরে বুমরাহ সেই ওভার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ড্রেসিংরুমে গিয়ে জার্সি বদলান। তারপর জার্সি বদলে ফের মাঠে নামেন।

  Published by:Siddhartha Sarkar
  First published: