বিরাট বিতর্ক ভারতীয় ফুটবলে, আইএসএলে বেঙ্গালুরুর বিরুদ্ধে দল তুলে নিল কেরালা ব্লাস্টার্স
- Published by:Rohan roychowdhury
Last Updated:
বেঙ্গালুরু: বেঙ্গালুরু বনাম কেরালা ব্লাস্টার্স ম্যাচটা ঘিরে এরকম বিতর্ক হবে বোঝা যায়নি। দক্ষিণ ভারতের দুই রাজ্যের লড়াই এভাবে শেষ হবে কেউ ভাবতে পারেনি। যেটা ভারতীয় ফুটবলের খারাপ বিজ্ঞাপন হয়ে থেকে গেল। আইএসএলের ইতিহাসে প্রথম বার কোনও দল খেলা শেষ হওয়ার আগেই মাঠ ছাড়ল। শুক্রবার বেঙ্গালুরু এবং কেরলের মধ্যে প্রতিযোগিতার প্রথম নকআউট ম্যাচ শেষ হল চরম বিতর্কের মধ্যে দিয়ে।
নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য অবস্থায় শেষ হওয়ার পর খেলা গড়ায় অতিরিক্ত সময়। ৯৭ মিনিটে বক্সের বাইরে সুনীলকে কেরলের এক ফুটবলার ফাউল করায় ফ্রিকিক দেন রেফারি। সেই ফ্রিকিক দেওয়া নিয়ে বিতর্ক তৈরি হলেও, বিতর্ক বড় হল ফ্রিকিকের পর। কেরলের গোলরক্ষক ফুটবলাররা প্রস্তুত হওয়ার আগেই শট মারেন সুনীল।
Bengaluru FC take the lead, a quickly taken freekick from Chhetri and BFC lead, although Kerala Blasters coach is calling his players off the field in their protests#ISL #KBFC #BFC https://t.co/NuHX5IUAzK
— News18 Sports (@News18Sports) March 3, 2023
advertisement
advertisement
রেফারি গোলও দিয়ে দেন। কেরলের ফুটবলারদের অভিযোগ করেন, রেফারি বাঁশি বাজানোর আগেই সুনীল শট নিয়েছেন। তাঁরা প্রস্তুত ছিলেন না। তাই গোল বাতিল করতে হবে। কিন্তু তাঁদের আবেদনে কর্ণপাত করেননি রেফারি ক্রিস্টাল জন। কোচ ইভান ভুকোমানভিচের নির্দেশে মাঠ ছাড়েন কেরল ফুটবলাররা। চতুর্থ রেফারির সঙ্গে কথা বলেও খুশি হননি তিনি।
ম্যাচ কমিশনার পর্যন্ত খেলা শুরু করাতে পারেননি। তবে গোল বাতিল হয়নি। বেঙ্গালুরু ম্যাচটা জয়লাভ করে পৌঁছে গেল সেমিফাইনালে। শীর্ষ স্থানে থাকা দল মুম্বইয়ের বিরুদ্ধে খেলবে তারা। তবে মাঠে উপস্থিত কেরলের ফুটবলার এবং কোচ এমনকি সাপোর্ট স্টাফরাও রাগে ফেটে পড়েন। এই আচরণের জন্য কেরল দলের শাস্তি হয় কিনা সেটাই দেখার। কেউ কেউ আবার সুনীলের স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে প্রশ্ন তুলছেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 03, 2023 11:52 PM IST