'জেতার অভ্যাস, আগ্রাসন দাদার আমলেই শুরু হয়,' সৌরভের প্রশংসায় বিরাট

Last Updated:
#কলকাতা: ভারতের ঐতিহাসিক জয়ে ইডেনে শেষ হল দেশের প্রথম পিঙ্ক বলের দিন-রাতের টেস্ট৷ একই সঙ্গে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতে গেল ভারত৷ ইডেনের জয়কে বিসিসিআই সভাপতি উত্‍সর্গ করলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি৷ একই সঙ্গে ভারতের বোলারদের উচ্ছ্বসিত প্রশংসাও শোনা গেল কোহলির গলায়৷
advertisement
কোহলির কথায়, 'যদি বোলারদের গুরুত্ব না দেওয়া হয় একটি ম্যাচে, তা হলে আপনার চিন্তা একেবারেই নেতিবাচক৷ যে ভাবে আমাদের বোলাররা বল করছেন, দেশ হোক বা বিদেশের পিচ, সব জায়গাতেই উইকেট পাবেন৷ এমনকী স্পিনাররাও, যে কোনও পিচে খেলার মোড় ঘুরিয়ে দেবেন৷ সুতরাং, আমি মনে করি, গোটাটাই মাইন্ডসেট৷ যদি আপনা ভাবেন, বোলিং হয়তো খুব একটা ভালো হবে না, তা হলে আপনার শরীরী ভঙ্গিও সেরকম হবে৷ আমাদের বোলাররা প্রচণ্ড ক্ষুধার্ত৷'
advertisement
এরপরই প্রসঙ্গ ওঠে সৌরভ গঙ্গোপাধ্যায়ের৷ দক্ষ ভাবে ইডেন টেস্ট পরিচালনা ও বিশ্বজুড়ে আলোড়ন ফেলে দেওয়ার কৃতিত্ব মহারাজকেই দিচ্ছেন বিরাট৷ মাঠে কী ভাবে আগ্রাসী মনোভাব দেখাতে হয়, তা সৌরভের কাছেই শেখা বলে জানালেন কোহলি৷ সৌরভের প্রশংসায় পঞ্চমুখ বিরাটের কথায়, 'টেস্ট ক্রিকেট মানসিক যুদ্ধ, আমরা সকলেই জানি৷ আগে কোনও ব্যাটসম্যানকে বল করে আহত করার চেষ্টা করত না বোলাররা৷ এখন আমরা মাথা তুলে দাঁড়িয়ে পাল্টা হামলা চালানো শিখে নিয়েছি৷ এই আগ্রাসী ভূমিকাটা শুরু হয়েছিল দাদার (সৌরভ) সময়ে৷ দাদার টিম শুরু করেছিল, আমরা জাস্ট এগিয়ে নিয়ে যাচ্ছি৷ যে কোনও ব্যাটসম্যানের বিরুদ্ধে আমাদের বোলারর এখন অকুতভয় ও আত্মবিশ্বাসী৷'
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
'জেতার অভ্যাস, আগ্রাসন দাদার আমলেই শুরু হয়,' সৌরভের প্রশংসায় বিরাট
Next Article
advertisement
Second Hooghly Bridge: রবিবার ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! কখন থেকে কোন পথে ঘুরবে গাড়ি, জেনে নিন এক ঝলকে
রবিবার ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! কখন থেকে কোন পথে ঘুরবে গাড়ি, জেনে নিন এক ঝলকে
  • ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু

  • রবিবার ভোর ৪:০০ টা থেকে রাত ৯:৩০ টা পর্যন্ত বন্ধ থাকবে যান চলাচল

  • ব্রিজ মেরামতি কাজের জন্য টানা প্রায় ১৬:৩০ ঘণ্টা বন্ধ থাকবে

VIEW MORE
advertisement
advertisement