অন্য ম্যাচে বিদ্যুৎ বিভ্রাট! ২০ মিনিট দেরিতে শুরু হবে ইস্ট-মোহন ডার্বি
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Kolkata Derby Delay: ডার্বি শুরু হবে দেরিতে।
#কলকাতা: দেরিতে শুরু হবে ইস্টবেঙ্গল-মোহনবাগন ডার্বি। যুবভারতীতে আজ আইএসএল ডার্বিতে মুখোমুখি ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান। এই হাইভোল্টেজ ম্যাচ শুরু হওয়ার কথা ছিল সন্ধে সাড়ে সাতটায়। তবে জানা যাচ্ছে, নির্ধারিত সময়ের থেকে ২০ মিনিট দেরিতে শুরু হবে ডার্বি।
আরও পড়ুন- ডার্বির আগে ইস্টবেঙ্গলের মাইন্ড গেম, মোহনবাগানকে চাপে রাখতে 'মাস্টার স্ট্রোক' ক্লেটন সিলভার
হায়দরাবাদ বনাম গোয়া ম্যাচে বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া যাচ্ছে। সেই ম্যাচে এমন সমস্যা হওয়ায় কলকাতায় ইস্টবেঙ্গল-এটিকে মোহনবাগান ম্যাচেরও সময়ও বদলে গেল। ম্যাচ শুরু হবে সন্ধে সাতটা বেজে ৫০ মিনিটে।
দুই দলের সমর্থকরা হাজির হয়েছেন যুবভারতীতে। দীর্ঘদিন বাদে আবার ফুটবল জ্বরে কাঁপছে কলকাতা। তবে ম্যাচ দেরিতে শুরু হওয়ায় কিছুটা যেন ছন্দপতন হয়েছে। যদিও দুই দলের সমর্থকদের মধ্যে উৎসাহে কোনও ভাঁটা পড়েনি।
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 29, 2022 7:20 PM IST