আজ গুয়াহাটিতে ইন্ডিয়ান সুপার লিগের বোধন

Last Updated:

আজ গুয়াহাটিতে ইন্ডিয়ান সুপার লিগের ষষ্ঠী। ইন্দিরা গান্ধি স্টেডিয়ামে গালা ওপেনিং।

#গুয়াহাটি : আজ গুয়াহাটিতে ইন্ডিয়ান সুপার লিগের ষষ্ঠী। ইন্দিরা গান্ধি স্টেডিয়ামে গালা ওপেনিং। চেয়ারপার্সন নীতা আম্বানি জানিয়েছেন, এবারের আইএসএল আরও আকর্ষণীয় হবে। যা শুরু হবে নর্থ ইস্ট ইউনাইটেড বনাম কেরালা ব্লাস্টার্সের ম্যাচ দিয়েই।
গুয়াহাটি অপেক্ষায় এই বিচ্ছুরণের। সঙ্গে এনারজেটিক বরুণ ধাওয়ান। এই মঞ্চ থেকেই এবার শুরু হতে চলেছে তৃতীয় ইন্ডিয়ান সুপার লিগ। ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে বিকেল সাড়ে পাঁচটায় গালা ওপেনিং। আধ ঘণ্টার অনুষ্ঠানে পারফর্ম করবেন প্রায় পাঁচশো জন। শনিবার উদ্বোধনের আগে গুয়াহাটিতে হাজির হয়েছেন আইএসএল চেয়ারপার্সন নীতা আম্বানি। সঙ্গে ছিলেন নর্থ ইস্টের মালিক জন অ্যাব্রাহাম।
advertisement
বৃহস্পতিবার রাতেই পার্টি শুরু হয়ে গিয়েছে। মুম্বইয়ে আম্বানি হাউজে হাজির ছিলেন আট দলের মালিক। রণবীর-অভিষেকের উপস্থিতিতেই শুরু হয়ে যায় আইএসএলের আমেজ। এবার শুধু কিক-অফের অপেক্ষা। প্রথম ম্যাচে ঘরের মাঠে নামছে নর্থইস্ট ইউনাইটেড। প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স।
advertisement
আজ শনিবার সন্ধ্যায় উদ্বোধনের বড় চমক হতে চলেছেন  রিও অলিম্পিকে রুপো জিতে ইতিহাস সৃষ্টি করা পুসারেল্লা বেঙ্কটা সিন্ধু। হায়দরাবাদ থেকে আজ সকালেই ব্যাডমিন্টনের মহাতারকার এখানে আসার কথা।
advertisement
চোখ ধাঁধানো অনুষ্ঠানের শেষ মহড়া দিতে শুক্রবার সকালেই গুয়াহাটি পৌঁছে গিয়েছেন চার বলিউড তারকা আলিয়া ভট্ট, বরুণ ধবন, জ্যাকলিন ফার্নান্ডেজ ও অভিষেক বচ্চন। অনুষ্ঠানের আগেই পৌঁছনোর কথা মুম্বই সিটি এফসির মালিক রণবীর কপূর, কেরল ব্লাস্টার্সের মালিক সচিন তেন্ডুলকর, চেন্নাইয়ান এফসির মালিক এম এস ধোনিরও।
বাংলা খবর/ খবর/খেলা/
আজ গুয়াহাটিতে ইন্ডিয়ান সুপার লিগের বোধন
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement