Mohun Bagan: রক্ষণ নিয়ে রয়েছে চিন্তা! মরশুম শুরুতেই জয়ের লক্ষ্যে কোন রণনীতি মোহনবাগান কোচ মলিনার
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Mohun Bagan vs Mumbai City FC: শুক্রবার ১৩ সেপ্টেম্বর থেকে ঢাকে কাঠি পড়ছে ইন্ডিয়ান সুপার লিগের ২০২৪-২৫ মরশুমের। আর প্রথম ম্যাচেই ঘরের মাঠে নামছে গতবারের দুই ফাইনালিস্ট মোহনবাগান সুপার জায়ান্ট ও মুম্বই সিটি এফসি।
কলকাতা: শুক্রবার ১৩ সেপ্টেম্বর থেকে ঢাকে কাঠি পড়ছে ইন্ডিয়ান সুপার লিগের ২০২৪-২৫ মরশুমের। আর প্রথম ম্যাচেই ঘরের মাঠে নামছে গতবারের দুই ফাইনালিস্ট মোহনবাগান সুপার জায়ান্ট ও মুম্বই সিটি এফসি। গতবার মুম্বইকে হারিয়ে লিগ শিল্ড জিতলেও বাণিজ্য নগরীর দলের কাছে আইএসএল ফাইনালে হারতে হয়েছিল মোহনবাগানকে। এবার মরশুমের শুরুতেই বদলার ম্যাচ ঘিরে চড়ছে পারদ।
আইএসএলে নামার আগে ডুরান্ড কাপে ফাইনালে উঠেও ট্রফি হাতছাড়া হয়েছে সবুজ-মেরুণ ব্রিগেডের। ফেভারিট হয়েও নর্থ ইস্টের কাছে খারাপ ডিফেন্সের খেসারত দিতে হয়েছিব সবুজ-মেরুণ শিবিরকে। দুই বিদেশি ডিফেন্ডার নিয়েও গোল খাওয়ার রোগ কমানো যায়নি বাগানের। ফলে আইএসএল শুরুর আগে যেকদিন সময় পেয়েছেন কোচ মলিনা দলের রক্ষণের ফাঁকফোকরগুলি মেরামতির চেষ্টা করেছেন। তবে প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়নি বলেও অভিযোগের সুর শোনা গিয়েছে বাগান কোচের গলায়।
advertisement
তবে গত বছর কী হয়েছিল তা নিয়ে ভাবতে নারাজ বাগান কোচ। নতুন মরশুম, দলে একাধিক নতুন প্লেয়ার, কোচ হিসেবেও তিনি নতুন মরশুম শুরু করতে চলেছেন, ফলে নতুন লড়াইয়ের বার্তাই দলকে দিয়েছেন স্প্যানিশ কোচ। ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে মলিনা বলেন,”আমাদের দলে এগারো জন খেলে। ভুল হলে সেটা গোটা দলেরই। সবাইকে যেমন আক্রমণে যেতে হবে, তেমনই রক্ষণও সামলাতে হবে। ডুরান্ড কাপে আমরা গোল খেয়েছি। অবশ্যই আমরা সেটা নিয়ে খুশি নই। সেটার সমাধান খুঁজছি আমরা।”
advertisement
advertisement
প্রতিপক্ষকে সমীহ করলেও নিজের দল নিয়ে আত্মবিশ্বাসী মলিনা। জয়ের জন্যই তাঁর দল ঝাপাবে বলে সাফ জানিয়ে দিয়েছেন বাগান হেডস্যার। তিনি বলেছেন,”আমরা মানসিকভাবে তৈরি। দুটো দলই যথেষ্ট ভালো। আমরা সব সময় চাইব, ওদের থেকে মানসিকভাবে এগিয়ে থাকতে। কাল আমাদের ছেলেরা সেরাটা দেবে। আসা করছি প্রতিদ্বন্দ্বিতামূলক একটা ভাল ম্যাচ দেখা যাবে। দলের ভাল ফলের বিষয়ে আশাবাদী।”
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 13, 2024 9:51 AM IST