Mohun Bagan New Coach: নতুন বছরে কোচ পরিবর্তন মোহনবাগানের, আইএসএল জয়ী কোচেই আস্থা
- Published by:Debalina Datta
- news18 bangla
- Written by: ERON ROY BURMAN
Last Updated:
Mohun Bagan New Coach: ফেরান্দো আইএসএল ও ডুরান্ড জেতে৷ ফেরান্দোর কোচিংয়ে ২০২২-২৩ সালে আইএসএল জিতেছিল মোহনবাগান৷ Juan Ferrando-র একদিন আগেই জন্মদিন ছিল আর তার পরের দিনই তাঁর চাকরিটা আর রইল না৷
কলকাতা: মোহনবাগান সুপারজায়ান্টের নতুন কোচ হাবাস, পুরনো আইএসএল জয়ী কোচের ওপরেই আস্থা রাখলেন মোহনবাগান ম্যানেজমেন্ট৷ এটিকে-কে একাধিকবার আইএসএল চ্যাম্পিয়ন করেছিলেন হাবাস৷ এমনকি ২০২৩ সালে এটিকে মোহনবাগানকে তিনিই চ্যাম্পিয়ন করেছিলেন৷ Juan Ferrando-র একদিন আগেই জন্মদিন ছিল আর তার পরের দিনই তাঁর চাকরিটা আর রইল না৷
মোহনবাগান সুপারজায়ান্টের চিফ কোচ বদল হল। সরে দাঁড়ালেন জুয়ান ফেরান্দো। তাঁর জায়গায় সবুজ-মেরুনের দায়িত্ব নিচ্ছেন আন্তোনিও লোপেজ হাবাস। আসন্ন সুপার কাপ থেকেই প্রধান কোচের দায়িত্ব সামলাবেন তিনি। আইএসএল (২০২২-২৩ মরশুম) ও এবারের ডুরান্ড কাপ জয়ের জন্য জুয়ান ফেরান্দোকে ধন্যবাদ।
আরও পড়ুন – Weekend Tour: পাহাড়ের গা বেয়ে নেমে আসছে ঝরণা, যেন উপচে পড়া যৌবন, এখানে এলে মাস্ট ঘুরে দেখুন
advertisement
advertisement
এবার আইএসএলে শুরুটা ভাল হলেও ইদানিং সময়টা ভাল যাচ্ছিল না মোহনবাগানের। চোটআঘাতে জর্জরিত ছিল দল। এই পরিস্থিতিতে টানা তিনটি ম্যাচ হারতে হয় সবুজ-মেরুনকে। দারুণ দল গড়েও টানা হারের জ্বালা সহ্য করতে পারেননি মোহনবাগান সমর্থকরা। গ্যালারি থেকেই ধ্বনি উঠেছিল, ‘গো ব্যাক ফেরান্দো।’
advertisement
হাবাসের প্রথম অ্যাসাইনমেন্ট হবে সুপার কাপ৷ এর আগে ফেরান্দো আইএসএল ও ডুরান্ড জেতে৷ ফেরান্দোর কোচিংয়ে ২০২২-২৩ সালে আইএসএল জিতেছিল মোহনবাগান৷
Eron Roy Burman
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 03, 2024 3:50 PM IST